Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

রাণীনগরে লক্ষ্মীপূজা উপলক্ষে গ্রামীণ মেলা

সুকুমল কুমার প্রামানিক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০১৮, ০৫:১২ PM
আপডেট: ২৭ অক্টোবর ২০১৮, ০৫:১২ PM

bdmorning Image Preview


লক্ষ্মী মানে শ্রী সুরুচি। লক্ষ্মী সম্পদ আর সৌন্দর্যের দেবী বলে মনে করেন সনাতন ধর্মালম্বি হিন্দু সম্প্রদায়ের মানুষ। লক্ষ্মী প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে নওগাঁর রাণীনগর উপজেলার কুজাইল বাজারে আত্রাই নদীর তীরে তিনদিন ব্যাপী গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছে। শত বছরের পুরনো ইতিহাস ঐতিহ্যকে ধরে রাখতে স্থানীয়রা এ মেলার আয়োজন করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এ উপজেলার কাশিমপুর ইউনিয়নের কাশিমপুর রাজা কালীপ্রসন্ন রায়ের রাজত্ব পরিচালনার আগে থেকে লক্ষ্মী পূজা উপলক্ষে এ মেলা অনুষ্ঠিত হয়। প্রায় দুই'শ বছর থেকে লক্ষ্মী প্রতিমা বিসর্জণের দিন থেকে এ মেলা শুরু হয়।

প্রথমদিন মেলার বিশেষ আর্কষণ লক্ষ্মী প্রতিমা বিসর্জন উপলক্ষে আত্রাই নদীতে নৌবহর। এদিন দুপুরের পর থেকে জেলার রাণীনগর, আত্রাই, মহাদেবপুর, নওগাঁ সদরসহ কয়েকটি উপজেলার সনাতন ধর্মালম্বি হিন্দু সম্প্রদায়ের লক্ষ্মীর পূজা অনুসারিরা নৌকায় চড়ে আসতে থাকে। নৌকায় সাউন্ড বক্স, মাইক আর ঢাকের তালে নৃত্যে মুখরিত হয়ে উঠে আত্রাই নদী। 

এ সময় নদীর দুইপাড়ে ধর্ম বর্ণ নির্বিশেষে মিলনমেলায় পরিনত হয়। প্রায় শতাধিক নৌকা নদীতে নৌবহরে মেতে উঠে সন্ধ্যা পর্যন্ত। এরপর লক্ষ্মী প্রতিমা বিসর্জন দেওয়া হয় নদীতে। এ মেলা উপলক্ষে গ্রামের বাড়ি বাড়ি আত্মীয় স্বজনদের আগমনে মুখরিত হয়ে উঠে। ধুম পড়ে যায় নানা মিষ্টি, মিটাই ও পিঠা তৈরিতে। বিশেষ করে ঈদের সময় মেয়ে ও জামাই আসতে না পারলেও এ মেলায় বাবা-মার বাড়িতে বেড়াতে আসেন। মেলা থেকে বড় বড় রুই, কাতলা, সিলভার ও পাঙ্গাস মাছ জামাই তাদের শ্বশুর বাড়িতে কিনে নিয়ে যান।  

মেলার দ্বিতীয় দিন শনিবার বউ মেলা। বউ মেলায় বিশেষ করে নারীদের কসমেটিক দোকানগুলোতে উপচে পড়া ভীড়। আশপাশের কয়েকটি গ্রামের শত শত নারীদের বউ মেলায় আগমণ ঘটে। 

কুজাইল গ্রামের বিকাশ চন্দ্র বলেন, আমাদের দুর্গাপূজার পর বড় উৎসব লক্ষ্মীপূজা। আত্রাই নদীতে নৌকায় করে প্রতিমা নিয়ে বিশাল নৌবহর শুরু হয়। এরপর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে গ্রামে মেলা শুরু হয়। এছাড়াও এ সময় গ্রামের প্রতিটি বাড়িতে আত্মীয় স্বজনের আগমনে যেন মুখরিত হয়ে উঠে। 

রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আরিফ রাঙ্গা বলেন, শত বছরের পুরনো ইতিহাস ঐতিহ্যকে ধরে রাখতেই এ মেলার আয়োজন। তবে মেলা উপলক্ষে পূর্ব থেকে কোন প্রকার প্রচার প্রচারনার দরকার হয় না। সবাই এ মেলার বিষয়ে অবগত আছেন। যার কারণে লক্ষ্মীপূজার দিনে দর্শনাথীদের আগমনের কোন কমতি থাকে না। 

তিনি আরো বলেন, রাণীনগর, আত্রাই, মহাদেবপুর, নওগাঁ সদর উপজেলার সনাতন ধর্মালম্বি হিন্দু সম্প্রদায়ের লোকজন লক্ষ্মীপ্রতিমা নিয়ে শতাধিক নৌকা আত্রাই নদীতে নৌবহর শুরু করে। নৌবহর দেখতে নদীর দু'কূল জুড়ে বিভিন্ন সম্প্রদায়ে মানুষের যেন মিলনমেলায় পরিনত হয়। তবে এক্ষেত্রে স্থানীয় পুলিশ প্রশাসন যথেষ্ট সহযোগিতা করে থাকেন।    

Bootstrap Image Preview