Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঝিনাইদহে পাকা বাড়ী পেল ৪ পরিবার

অমিত সরকার, মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি 
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০১৮, ১১:২১ AM
আপডেট: ২৭ অক্টোবর ২০১৮, ১১:২১ AM

bdmorning Image Preview


বাড়ি ছিল না, ঘর ছিল পোকা মাকড়ের অত্যাচারে রোদে বৃষ্টিতে ভিজে দিন পার করেছি। খোদাতালা মুখ তুলে তাকিয়েছেন তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে মাথা গোজার ঠায় পেলাম। কথাগুলো বলছিলেন ‘জমি আছে ঘর নাই’ প্রকল্পের আওতায় উপকারভোগী রজব মন্ডল।

গতকাল শুক্রবার ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার পৌরসভাধীন মান্দারতলা গ্রামে 'জমি আছে ঘর নাই’ প্রকল্পের আওতায় সরকারের পক্ষ থেকে ৪ পরিবারকে পাকা ঘর দেওয়া হয়েছে। এর আগে এ প্রকল্পের আওতায় এক লক্ষ টাকা ব্যয়ে নির্মিত বাড়ি উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম এ প্রকল্পের আওতায় এক লক্ষ টাকা ব্যয়ে নির্মিত বাড়ি উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলার তথ্য কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ সাংবাদিক বৃন্দ।

উপকারভোগীরা হলো, মান্দারতলা গ্রামের মৃত ফজলুর রহমানের স্ত্রী আয়েশা বেগম, মৃত বিশারত আলী মন্ডলের পুত্র আনজের আলী, আনজের আলীর পুত্র কারীমুল ইসলাম ও মৃত খোরশেদ আলী মন্ডলের পুত্র রজব মন্ডল।

উল্লেখ্য, এ প্রকল্পে টিনের চাল ও টিনের বেড়া দিয়ে এক কক্ষ্য বিশিষ্ট্য পায়খানাসহ ঘর নির্মাণের নির্দেশনা থাকলেও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বিভাগীয় কমিশনার ও ও জেলা প্রশাসকের সাথে আলোচনার ভিত্তিতে সকল মালামাল পায়কারি দরে নিয়ে টিনের বেড়ার স্থলে পাকা দেওয়াল নির্মাণ করে উপকারভোগীদের চাওয়া পূর্ণ করল।  
 

Bootstrap Image Preview