Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইউপি সদস্যের বাড়িতে ২৫০ মন ইলিশ, পুলিশের উপর হামলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০১৮, ০৯:০৯ PM
আপডেট: ২৬ অক্টোবর ২০১৮, ০৯:০৯ PM

bdmorning Image Preview


চাঁদপুরে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালানোর সময় পুলিশের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় ঐ সদস্যের বাড়ি থেকে বিপুল পরিমাণ ইলিশ মাছ জব্দ করা হয়।

শুক্রবার সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের লগ্নিমারা চরে ৭ নম্বর ওয়ার্ডের সদস্য জাহাঙ্গীরের বাড়িতে এ অভিযান চালানো হয়।

অভিযানে জেলা পুলিশ, নৌ-পুলিশ, কোস্টগার্ড, মৎস্য অধিদপ্তর ও জেলা প্রশাসন অংশ নেয়।

পুলিশ জানায়, অভিযান চলাকালে একদল লোক পুলিশের উপর হামলা চালায়, তাদের মারধর করে। পরিস্থিতি শান্ত করতে পুলিশ প্রায় ৫০ রাউন্ড বুলেট নিক্ষেপ করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এদিকে মা ইলিশ রক্ষায় চাঁদপুরের মেঘনা নদীর একশ কিলোমিটার এলাকায় ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করেছে সরকার। এই সময়ের মধ্যে ঐ ইউপি সদস্যের বাড়ি থেকে মাছগুলো উদ্ধার করা হয়।

এ ব্যাপারে চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জাহাঙ্গীর মেম্বারের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সেখানে একটি ঘরে রাখা ২৫০ মণ ইলিশ ও প্রচুর পরিমাণ বরফ জব্দ করা হয়।

Bootstrap Image Preview