Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এবার ফেসবুককে পাঁচ কোটি টাকা জরিমানা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০১৮, ০৮:০৩ PM
আপডেট: ২৬ অক্টোবর ২০১৮, ০৮:০৩ PM

bdmorning Image Preview


যুক্তরাজ্যের ডাটা প্রটেকশন পর্যবেক্ষক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে ৫ লাখ পাউন্ড জরিমানা করেছে। ক্যামব্রিজ অ্যানালিটিকাল কেলেঙ্কারি ইস্যুতে এই জরিমানা করা হয়।

জরিমানার বিষয়টি নিশ্চিত করেছে পর্যবেক্ষক প্রতিষ্ঠান ইনফরমেশন কমিশনার্স অফিস (আইসিও)। বাংলাদেশি মুদ্রায় তা সাড়ে পাঁচ কোটি টাকার মত।

আইসিও এক বিবৃতিতে জানায়, বহারকারীদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে ফেসবুক। তারা অ্যাপ ডেভেলপারদের নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারেনি।

এর আগে ২০১৪ থেকে ২০১৭ সালের মধ্যে নিয়ম না মেনে ব্যবহারকারীদের তথ্য সংরক্ষণ করেছে ফেসবুক। পরিষ্কার কোনও বক্তব্য ছাড়াই অ্যাপ ডেভেলপারদেরকে গ্রাহকদের তথ্যে প্রবেশের অনুমতি দেয় প্রতিষ্ঠানটি।

এ দিকে ফেসবুক তাদের দেওয়া এক বিবৃতিতে জানায়, তারা জরিমানার বিষয়ে আপিল করবে। আইসিও'র প্রতিবেদনের কিছু বিষয়ে দ্বিমত রয়েছে তাদের।

ফেসবুক আগেও বলেছে, এ বিষয়ে আরও আগে তদন্ত করার দরকার ছিল। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন ছিল ২০১৫ সালে।

Bootstrap Image Preview