Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

কক্সবাজারে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০১৮, ০৩:১৫ PM
আপডেট: ২৬ অক্টোবর ২০১৮, ০৩:১৫ PM

bdmorning Image Preview


কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শুক্রবার ভোররাতে আচারবুনিয়া এলাকার একটি ঝোপের ভেতর থেকে এই ইয়াবা গুলো উদ্ধার করা হয়।

জানা যায়, ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আছাদুদ জামান চৌধুরী জানান, শুক্রবার ভোররাতে টেকনাফ ব্যাটালিয়নের অধীন সাবরাং বিওপির সুবেদার মো. লাল মিয়া এর নেতৃত্বে একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে আচারবুনিয়া এলাকায় একটি পানের বরজে ইয়াবা লুকায়িত থাকতে পারে। পরে তল্লাশি চালিয়ে পানের বরজের পাশে একটি ঝোপের ভেতর থেকে ইয়াবা ভর্তি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।

পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধি, স্থানীয় গণমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

Bootstrap Image Preview