Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দিনাজপুর-৬ আসনে নানামুখি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চায় আ'লীগ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০১৮, ০৯:২৫ PM
আপডেট: ২৫ অক্টোবর ২০১৮, ০৯:৩৩ PM

bdmorning Image Preview


সৈয়দ হারুনুর রশীদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুর-৬ আসন এলাকায় আওয়ামী লীগ সরকার ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করেছে। দলও অতীতের চেয়ে অধিক শক্তিশালী এবং সুসংগঠিত করা হয়েছে। আগামী নির্বাচনে আসনটিতে বিজয়ের ধারা অব্যাহত রাখতে চায় আ'লীগ।

এলাকাবাসী সূত্রে জানা যায়, নবাবগঞ্জ, বিরামপুর, ঘোড়াঘাট ও হাকিমপুর এ ৪টি উপজেলা ও ৩টি পৌরসভা নিয়ে বাংলাদেশ-১১, দিনাজপুর-৬ আসনটি গঠিত। বর্তমানে এ আসনে প্রায় পৌনে ৪ লাখ ভোটার। বর্তমান এমপি শিবলী সাদিক এসব উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করে ১১তম জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে।

১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কা প্রতীকে এ আসনে নির্বাচিত এমপি, মরহুম মোস্তাফিজুর রহমান (ফিজুর) পুত্র বর্তমান এমপি, শিবলী সাদিক।

তিনি ২০১৪ সালে দশম সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে এমপি নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রীর সহযোগিতায় ৫ বছরে এলাকায় বিভিন্নমুখী উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন  করেছেন বলে এলাকাবাসী জানান।

এমপি শিবলী সাদিকের সাথে কথা বলে জানা গেছে, দিনাজপুর-৬ আসনে উন্নয়নমূলক কর্মকাণ্ডের মধ্যে এক লক্ষ ৩০ হাজার পরিবারে বিদ্যুতায়ন করে ৩টি উপজেলাকে শতভাগ বিদ্যুতের আওতায় আনা হয়েছে। অপর ১টি উপজেলায় ৮৫ভাগ বিদ্যুতের আওতায় করা হয়েছে। ৪টি উপজেলায় ৫৬টি স্কুল/কলেজের ৪ তলা ভবন, ৮৬টি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ করা হয়েছে। ৩৫০ কি.মি. রাস্তা পাকা করা হয়েছে। ৪টি কলেজ ও ২টি মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ, ৪টি ফায়ার স্টেশন নির্মাণ করা হয়েছে। ৪টি মিনি স্টেডিয়াম ও ৪টি মসজিদ কমপ্লেক্স ভবন অনুমোদন প্রক্রিয়ার রয়েছে। ৪টি উপজেলা হাসপাতালকে ৩১ শয্যা হতে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। বিদ্যুৎবিহীন সময়ে ২ হাজার পরিবারে সোলার বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। ৮৫টি ব্রিজ কালভার্ট নির্মাণ করা হয়েছে।

এ ছাড়াও আরো অনেক প্রকল্প অনুমোদন প্রক্রিয়ায় রয়েছে বলে এমপি শিবলী সাদিক প্রতিবেদককে জানান।

বন্যাদূর্গত এলাকাগুলোতে সরকারি ত্রাণ তৎপরতার পাশাপাশি শিবলী সাদিক বিশাল দলীয় কর্মীবাহিনীকে সঙ্গে নিয়ে দিবারাত্রি বানভাসী পরিবারগুলোকে খাদ্য, বস্ত্রসহ প্রয়োজনীয় সরঞ্জামাদী দিয়ে সহায়তা করছেন বলে জানিয়েছেন এলাকাবাসী।

আকস্মিক দুর্যোগ, দুর্ঘটনা কবলিত স্থানে দ্রুত পরিদর্শনসহ প্রয়োজনীয় সুব্যবস্থাকরণ, আদিবাসী সংখ্যালঘু জনগোষ্ঠীদের বিভিন্ন সমস্যার সুষ্ঠু সমাধান করেছেন বলে জানা যায়।

দলীয় নেতাকর্মীরা জানান, দিনাজুর-৬ আসন এলাকার প্রতিটি উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড ছাড়াও ভোটকেন্দ্র ভিত্তিক আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনকে শক্তিশালী ও সুসংগঠিত কমিটি গঠন, উঠান বৈঠক, সভা সমাবেশে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরা হচ্ছে।

Bootstrap Image Preview