Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ক্ষমতায় গেলে বিমান বাহিনীকে ঢেলে সাজানো হবে: প্রধানমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০১৮, ০১:২৪ PM
আপডেট: ২৫ অক্টোবর ২০১৮, ০১:২৫ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় জয়ী হলে দেশের বিমান বাহিনীকে ঢেলে সাজানো হবে। ফোর্সেস গোল ২০৩০ অনুযায়ী বিমানবাহিনীকে সুসজ্জিত বাহিনী হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহাস্পতিবার (২৫ অক্টোবর) অ্যাকাডেমি যশোরের ‘বঙ্গবন্ধু কমপ্লেক্স’ এর উদ্বোধন করতে গিয়ে এসব কথা বলেন তিনি। এর আগে সকালে বিমান বাহিনীর অনুষ্ঠানে যোগ দিতে যশোরের বিমান ঘাঁটিতে পৌঁছান প্রধানমন্ত্রী।

উদ্বোধনী বক্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল আমাদের সামরিক বাহিনীর জন্য আধুনিক ও আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ একাডেমীর। বাংলাদেশ বিমান বাহিনী আজ এক উচ্চতায় পৌঁছেছে। যা উন্নত বিশ্বের যে কোনো দেশের বিমান বাহিনীর সমকক্ষ হবে ইনশাল্লাহ।’

এছাড়া প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিমানসেনা প্রশিক্ষণ ইন্সটিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ১০৫ এজেটিইউ এর কার্যক্রম উদ্বোধন করেন।

প্রসঙ্গত,  সর্বশেষ ২০১৭ সালের ৩১ ডিসেম্বর যশোরে আসেন তিনি। সে সময় যশোরের ঐতিহাসিক ঈদগাহ ময়দানে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেন। ভাষণের আগে তিনি ভৈরব নদ খনন, কপোতাক্ষ নদীর জলাবদ্ধতা দূরীকরণসহ ২৮টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ঈদগাহ ময়দান থেকেই এসব প্রকল্পের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।

Bootstrap Image Preview