Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মেসিকে ছাড়াই দাপটের সঙ্গে জীতল বার্সা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০১৮, ১০:৩৬ AM
আপডেট: ২৫ অক্টোবর ২০১৮, ১০:৩৬ AM

bdmorning Image Preview


লা লিগায় সেভিয়ার বিরুদ্ধে গত ম্যাচে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন মধ্যমণি লিওনেল মেসি। চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিরুদ্ধে ম্যাচের আগে যা চিন্তায় রেখেছিল বার্সেলোনা থিঙ্কট্যাঙ্ককে। কিন্তু বুধবার মেসিকে ছাড়াই চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ইতালির ক্লাবটির বিরুদ্ধে সহজ জয় তুলে নিল বার্সা। পেল ২-০ গোলের জয়। আর স্ট্যান্ডে বসে ঘরের মাঠে দলের জয় তারিয়ে তারিয়ে উপভোগ করলেন লিও মেসি।

বুধবার নূ ক্যাম্পে চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ বি-র ম্যাচে প্রথমার্ধে বার্সেলোনার কাছে পাত্তাই পায় নি ইন্টার মিলান। বার্সার একের পর এক আক্রমণে তখন দিশেহারা ইতালির দলটি। যদিও এদিন ম্যাচের শুরুতে বারদুয়েক বার্সা রক্ষণে হানা দিয়ে যান পেরিসিচ।

বার্সার একের পর এক আক্রমণের ফলটা আসে ম্যাচেরি ৩২ মিনিটে। ডান দিক থেকে লুই সুয়ারেজের ক্রস থেকে বাঁ পায়ের ভলিতে গোল করেন বার্সেলোনার ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফিনিয়া।

দ্বিতীয়ার্ধে সমতা ফেরাতে তৎপর হয়ে ওঠে ইন্টার। পরিবর্ত হিসেবে নামা কান্দ্রেভা দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের খুব কাছে পৌঁছে যান। একটি ক্ষেত্রে ত্রাতা হয়ে ওঠেন বার্সা গোলরক্ষক টার স্টিগেন। কান্দ্রেভার আরেকটি ক্লোজ রেঞ্জ শট বার উচিয়ে মাঠের বাইরে চলে যায়।

এরপর বিপক্ষ আক্রমণের পালটা দিতে শুরু করে সুয়ারেজ নেতৃত্বাধীন বার্সা আক্রমণভাগ। বেশ কিছু সুযোগ তৈরি করে নেয় তারা। ৬৯ মিনিটে কুটিনহোর একটি প্রয়াস পোস্টে লেগেও প্রতিহত হয়। তবে ৮৩ মিনিটে রাকিতিচের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন জর্ডি আলবা। এতেই নিশ্চিত হয়ে যায় বার্সেলোনার জয়।

এই জয়ের ফলে টানা তিনটি ম্যাচ জিতে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ-বি’র শীর্ষে রইলেন সুয়ারেজ, কুটিনহো’রা।

Bootstrap Image Preview