Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টুকরো পাথরের দাম ৪ কোটি টাকা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৮, ০৬:০৬ PM
আপডেট: ২৪ অক্টোবর ২০১৮, ০৬:০৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


শুনে অবাক হলেও ঘটনা সত্যি। এক টুকরো পাথরের দাম প্রায় ৪ কোটি টাকা। এই পাথর দেখতে অতি সাধারণ পাথরের মতোই।

ভারতের অযোধ্যা, শুশুনিয়া পাহাড়ের আশেপাশে এমন পাথরের টুকরো পড়ে থাকতে অনেকেই দেখেছেন। তাহলে এর দাম ৪ কোটি টাকা হল কী করে?

কারণ এই পাথরের টুকরোটি চাঁদ থেকে পৃথিবীতে আনা হয়েছে। তাই এই পাথরের দাম নিলামে দাঁড়িয়েছে ৬,০০,০০০ মার্কিন ডলার।

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের বস্টনে নিলামে ওঠে ১২ পাউন্ড (প্রায় সাড়ে ৫ কিলোগ্রাম) ওজনের এই পাথরটি।

গত বছর উত্তর পশ্চিম আফ্রিকার একটি মরুভূমি অঞ্চলে খোঁজ মেলে ৩ লক্ষ ৮৪ হাজার ৪০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে চাঁদ থেকে পৃথিবীর মাটিতে এসে পৌঁছানো এই পাথরের টুকরোটির।

চাঁদের পাথরটি অনলাইনে নিলামের জন্য ১১ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত রেখেছিল বস্টনের নিলামকারী সংস্থা আরআর অকশন।

এই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, নিলামে সাড়ে ৫ কিলোগ্রাম ওজনের চাঁদের পাথরটি কিনেছেন ভিয়েতনামের এক ব্যক্তি। আপাতত ভিয়েতনামের তাম চক প্যাগোডা চত্ত্বরে পাথরটি প্রদর্শিত হচ্ছে। তবে ক্রেতার কোনও পরিচয় এখনও জানা যায়নি।

Bootstrap Image Preview