Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

'জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু'

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৮, ০৪:৩৯ PM
আপডেট: ২৪ অক্টোবর ২০১৮, ০৪:৪১ PM

bdmorning Image Preview


জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র। দু’দেশের মধ্যে বিরাজমান হৃদয়তাপূর্ণ সম্পর্ক ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

বুধবার রাজধানীতে ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশ (বিসিআইসি)এবং মিতসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ লিমিটেড(এমএইচআই) ও চায়না ন্যাশনাল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং কন্সট্রাকশন কোম্পানি লিমিটেডের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

মন্ত্রী আরও বলেন, বিগত কয়েক দশক ধরে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন অভিযাত্রায় জাপান গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে আছে। সুদীর্ঘ সময় ধরে উভয় দেশ সম্ভাব্য সকল ক্ষেত্রেই সহযোগিতামূলক সম্পর্ক বজায় রেখে চলছে। বিশেষ করে, অবকাঠামোগত উন্নয়নে জাপানের অবদান অসাধারণ। এছাড়া দ্বিপাক্ষিক ব্যবসা- বাণিজ্য ও অর্থনীতিতে জাপানের সাথে বাংলাদেশের গভীর সম্পর্ক রয়েছে।

তিনি বলেন, আমাদের দীর্ঘ প্রতিক্ষিত ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের (জিপিইউএফপি) আনুষ্ঠানিক যাত্রা শুরুর জন্য আজ আমরা এখানে একত্রিত হয়েছি। এই প্রজেক্ট বাংলাদেশের অন্যতম বৃহৎ ফার্টিলাইজার প্রজেক্ট। বর্তমানে এখানে ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড (ইউএফএফএল) এবং পলাশ ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড (পিইউএফএফএল) নামে দুটি সার কারখানা বিদ্যমান। এ দু’টি সার কারখানার স্থলে নতুন এই কারখানা স্থাপন করা হব। আর এটি হবে একটি জ্বালানি দক্ষ এবং পরিবেশ বান্ধব সবুজ সার কারখানা।

তিনি আরও বলেন, এই নতুন কারখানা থেকে প্রতিদিন ২৮০০ মেট্রিকটন গ্রানুলার ইউরিয়া সার উৎপাদিত হবে। উৎপাদনের ক্ষমতার বিচারে এ কারখানার উৎপাদন হবে বিদ্যামান সার কারখানা দু’টির মোট উৎপাদনের প্রায় তিনগুণ। এ প্রকল্প সর্বোচ্চ গুণগতমান বজায় রেখে বাস্তবায়ন করা হবে এবং এতে বিশ্বমানের পরিবেশবান্ধব সবুজ প্রযুক্তির ব্যবহার হবে। আর টেকনোলজি লিডার হিসেবে বিশ্বব্যাপী জাপানের সুখ্যাতি রয়েছে। এবং এই প্রকল্পের সাফল্য জাপানি উদ্ভাবন এবং প্রযুক্তিগত উৎকর্ষতার মুকুটে নতুন পালক যুক্ত করবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মি. হিরোয়াসু ইজুমি, শিল্প মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আব্দুল হালিমসহ প্রমুখ।

Bootstrap Image Preview