Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আজ লক্ষ্মীপূজা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৮, ০২:৩৫ PM
আপডেট: ২৪ অক্টোবর ২০১৮, ০২:৩৫ PM

bdmorning Image Preview


আজ সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব লক্ষ্মীপূজা। দুর্গোৎসব শেষ হওয়ার পরবর্তী পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয়। লক্ষ্মীপূজা।

এ উপলক্ষে বুধবার দেশের বিভিন্ন মন্দির ও মণ্ডপের পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে লক্ষ্মীপূজার আয়োজন করা হয়েছে।

পূজার আনুষ্ঠানিকতা শেষে অঞ্জলী, প্রসাদ বিতরণ ও অতিথি আপ্যায়ন করা হবে। পূজা-অর্চনার পাশাপাশি ঘর-বাড়ির আঙিনায় লক্ষ্মীর পায়ের ছাপের আলপনা আঁকা হবে।

কোজাগরী পূর্ণিমায় অনুষ্ঠিত এ পূজা কোজাগরী লক্ষ্মীপূজা নামেও পরিচিত। কোজাগরী অর্থ ‘কে জেগে আছ’।

লক্ষ্মী উপাসকদের বিশ্বাস, বছরের সবচেয়ে উজ্জ্বল রাত আশ্বিনের পূর্ণিমা তিথিতে ধনসম্পদ, প্রাচুর্য, সৌন্দর্য ও সমৃদ্ধির দেবী লক্ষ্মী বিষ্ণুলোক থেকে পৃথিবীতে নেমে আসেন। মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে দেবী ‘কে জেগে আছ’- এমন প্রশ্ন করেন। এ জন্য সনাতন ধর্মাবলম্বীরা লক্ষ্মীকে ধন-সম্পদের দেবী হিসেবে পূজা করেন।

রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রামকৃষ্ণ মিশন ও মঠ মন্দির, রামসীতা মন্দির, পঞ্চানন্দ শিবমন্দির, গৌতম মন্দির, রাধা মাধব বিগ্রহ মন্দির, রাধা গোবিন্দ জিও ঠাকুর মন্দিরসহ বিভিন্ন মন্দির এবং পুরনো ঢাকার শাঁখারীবাজার, তাঁতীবাজার, সূত্রাপুর, ফরাশগঞ্জ, লক্ষ্মীবাজারসহ বিভিন্ন এলাকায় ঘরোয়া পরিবেশে লক্ষ্মীপূজার বিভিন্ন কর্মসূচি পালিত হবে।

Bootstrap Image Preview