Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বড় রানের প্রত্যাশায় মাশরাফি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৮, ০১:৫৭ PM
আপডেট: ২৪ অক্টোবর ২০১৮, ০১:৫৭ PM

bdmorning Image Preview


সিরিজ জয়ের লড়াইয়ে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। মিরপুরে চেয়ে চট্টগ্রামের উইকেট ভিন্ন। অধিনায়ক মাশরাফি মিরপুরের চেয়ে চট্টগ্রামের উইকেটকে বেশি ব্যাটিং বান্ধব মনে করছেন। তাই অাজকের ম্যাচে প্রথম ব্যাটিং করলে বেশি রান আশা করছেন তিনি। 

মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে চট্টগ্রামের উইকেট নিয়ে কথা বলার সময় এক প্রসঙ্গে তিনি বলেন,  ‘প্রথম ম্যাচে ২৭০ রানের চেয়ে বেশি আশা করেছি। মিরপুরের উইকেটের বাউন্স অনিয়মিত ছিলো। মিঠুন-ইমরুল যেভাবে ব্যাটিং করছিল ওখান থেকে অনায়াসে ৩১০-১৫ করা যেত। কিন্তু হয়নি। এখানকার উইকেটে বাউন্স অনিয়মিত হয় না। আরও বেশি রান হয়। সেক্ষেত্রে কোনো অঘটন না হলে বড় রান আশা করছি।’

এদিকে আজ চট্টগ্রামে টস একটি বড় ফ্যাক্টর। কারণ শিশির। এখানে সন্ধ্যার পর থেকেই শিশির পড়ার মাত্র বাড়তে থাকে।তাই পরে বোলিং করলে সে সময় স্পিনার বলে গ্রিপ পেতে কষ্টসাদ্য হয়। তবে শিশিরে ভেজা পিচের ফাস্ট বোলারা বল স্কিড করতে পারেন। তবে এসময় ব্যাটিং করা কিছূটা সহজ হয়।অন্যদিকে প্রথমে ব্যাটিং করা কিছূটা কষ্ট সাধ্য হবে। কারণ এ সময় পিচে বল কিছূটা টার্ন করার সম্ভাবনা রয়েছে। 

Bootstrap Image Preview