Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বিয়ে মেলা

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৮, ০১:৪৫ PM
আপডেট: ২৪ অক্টোবর ২০১৮, ০১:৪৫ PM

bdmorning Image Preview


চট্টগ্রাম নগরীর পাঁচতারকা হোটেল রেডিসন ব্লু-বে ভিউতে বাঙালি বিয়ের ঐতিহাসিক সাজ-পোশাক, আনন্দ উদযাপনের রকমারি উপকরণ আর মজার মজার সব প্যাকেজ নিয়ে আয়োজন  করা হয়েছে বিয়ে মেলার।     

মঙ্গলবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম রেডিসন ব্লু-বে ভিউর ব্যবস্থাপনা পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আখতারুজ্জামান জানান, বৃহস্পতিবার (২৫ অক্টোবর) থেকে শুরু হয়ে তিন দিনব্যাপী চলবে এই বিয়ে মেলা।  

তিনি বলেন, দ্য গ্র্যান্ড ওয়েডিং এক্সপো-২০১৮ শীর্ষক-এ মেলার উদ্বোধন করবেন চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দীন। ভায়োলেট ইনকরপোরেশন নামে একটি প্রতিষ্ঠান এই বিয়ে মেলার সার্বিক তত্ত্বাবধান করবেন। মেলা চলবে ২৭ অক্টোবর পর্যন্ত। ঢাকা ও চট্টগ্রামের সেরা ওয়েডিং প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইতিমধ্যে ৫৫টি প্রতিষ্ঠান অংশগ্রহণের বিষয়টি চূড়ান্ত করেছে।

এছাড়া মেলায় প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। সমাপনী দিনে থাকবে গালা নাইট। এতে থাকবে বিখ্যাত কোরিওগ্রাফার লুনা ও তার মডেলদের ব্রাইডাল ফ্যাশন শো। সেই সঙ্গে সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

আখতারুজ্জামান বলেন, ‘এক সময় বরের গাড়ি সাজানো থেকে রান্নাবান্না পর্যন্ত সব নিজেদের করতে হতো। এখন ওয়েডিং ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে গেছে। এর ফলে বর-কনের পরিবার কিছুটা স্বস্তি পাবেন। আশা করি এবারের ওয়েডিং এক্সপো আগের দুই বছরের চেয়ে আরো বেশি জাঁকজমকপূর্ণ হবে।’

Bootstrap Image Preview