Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটিও নেই বাংলাদেশের!

বিডিমর্নিং ডেস্ক-
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৮, ০১:৩৯ PM
আপডেট: ২৪ অক্টোবর ২০১৮, ০১:৩৯ PM

bdmorning Image Preview


২০১৯ সালে এশিয়ার সেরা ৫০০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং কারী ব্রিটিশ কোম্পানি কিউএস। এ তালিকায় বাংলাদেশের মাত্র ৬টি বিশ্ববিদ্যালয় রয়েছে। কিন্তু সেরা ১০০ তে বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয়ও নেই কিউএস এর তালিকায়। এ তালিকায় ১১১ টি বিশ্ববিদ্যালয়ই চীনে।

তালিকার ১২৭ নম্বরে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৭৫ নম্বরে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ৩০১ থেকে ৩৫০ এর মধ্যে আছে ব্রাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ৪৫১ থেকে ৫০০ এর মধ্যে আছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

সেরা ১০ এ থাকা বিশ্ববিদ্যালয়গুলো হল ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর, ইউনিভার্সিটি অব হংকং, নানিয়াং টেকনোলজিকাল ইউনিভার্সিটি, সিঙ্গাপুর, চীনের সিনহুয়া ইউনিভার্সিটি, পেকিং  ইউনিভার্সিটি, ফুদান  ইউনিভার্সিটি, হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কোরিয়ান অ্যাডভান্স ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, চাইনিজ ইউনিভার্সিটি অব হংকং ও সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি। 

Bootstrap Image Preview