Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘আমদানি ওয়ার্ডে’ ৪০ বন্দির সঙ্গে মেঝেতে ব্যারিস্টার মইনুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৮, ০১:২৭ PM
আপডেট: ২৪ অক্টোবর ২০১৮, ০১:২৭ PM

bdmorning Image Preview


তত্ত্ববধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মইনুল হোসেনকে রাজধানীর কেরানীগঞ্জের কারাগারে সাধারণ ওয়ার্ডে রাখা হয়েছে। ‘আমদানি ওয়ার্ড’ নামে পরিচিত ওই ওয়ার্ডে মইনুলের সঙ্গে আছেন আরো ৪০ জন বন্দি। সেখানে সাধারণ বন্দীর মত মেঝেতে ঘুমাতে হবে তাকে। সেখানে নেই কোনো খাট, অথবা চেয়ারের ব্যবস্থা।

কোনো বন্দিকে আনার পরপরই ‘আমদানি ওয়ার্ডে’ নেওয়া হয়। এরপর আদালতের নির্দেশনা অনুযায়ী তার স্থান ঠিক হয়।

এ বিষয় কারা কতৃপক্ষক জানিয়েছেন, ‘ব্যরিস্টার মইনুলের বিষয়ে আদালতের কোনো নির্দেশনা না থাকায় তাকে আমদানি ওয়ার্ডে রাখা হয়েছে।’

প্রসঙ্গত, সাংবাদিক মাসুদা ভাট্টিকে কটূক্তির ঘটনায় রংপুরে করা একটি মানহানির মামলায়  সোমবার রাতে ঢাকার উত্তরা থেকে ইংরেজি দৈনিক নিউ নেশনের সম্পাকমণ্ডলীর সভাপতি মইনুলকে গ্রেপ্তার করে পুলিশ। সরকারবিরোধী জাতীয় ঐক্যফ্রন্টে সক্রিয় মইনুলকে গ্রেপ্তার করা হয় ফ্রন্টনেতা আ স ম রবের বাড়ি থেকে।

মঙ্গলবার দুপুরে মইনুলকে ঢাকার আদালতে নেওয়া হয়। তার পক্ষে জামিনের আবেদন হলেও তা নাকচ করে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন আদলত।

Bootstrap Image Preview