Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রাম ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৮, ০১:১৯ PM
আপডেট: ২৪ অক্টোবর ২০১৮, ০১:১৯ PM

bdmorning Image Preview


চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে টপ অর্ডারে ব্যাটম্যানদের ব্যর্থতা সবার চোখে পড়েছিল। সঙ্গে মাশরাফির কন্ঠে শোনা গিয়েছিল মুস্তাফিজের বাঁ হাতের কনুইতে ব্যাথার কথা। একটি সূত্রে জানা গেছে মুস্তাফিজকে নিয়ে সংশয় দূর হয়েছে একই সঙ্গে জানা গিয়েছে আজকের ম্যাচে অপরিবর্তীত একাদশ নিয়েই মাঠে নামার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ।

প্রথম ম্যাচে টপ অর্ডারে ব্যাটিং ব্যর্থতায় পড়ার পর ইনিংস মেরামতের কাজ করেছিলেন ইমরুল কায়েস ও সাইফুদ্দিন। অনেকেই এজন্য নবাগত ফজলে রাব্বির দলে জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছিল।তিনি প্রথম ওয়ানডেতে ৪ বল থেকে শুন্য রানে আউট হয়েছিলেন।

তবে নির্বাচকরা এথন তাকে দল থেকে বাদ দিতে নারাজ। মাশরাফির কন্ঠেও শোনা গিয়েছিল একই আভাষ। তাই আজ তাকে নিয়েই একাদশ সাজানোর সম্ভাবনা রয়েছে। এদিকে পুরোপুরি ফিট হওয়ায় আজ একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে রুবেল হোসেনের। এখন প্রশ্ন কার জায়গায় খেলবেন তিনি। সেক্ষেত্রে নাজমুল ইসলাম অপুর জায়গায় তিনি একাদশে ফিরতে পারেন। তবে সে সমম্ভাবনা খূবই কম। কারণ উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবে না দল। এছাড়া বল হাতে প্রথম ম্যাচে সফল ছিলেন অপু। নিয়েছিলেন ২টি উইকেট।

সম্ভাব্য একাদশ:

লিটন দাস, ইমরুল কায়েস, ফজলে রাব্বি, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ সাইফউদ্দীন, মুস্তাফিজুর রহমান।

Bootstrap Image Preview