Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জীবননগরে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ 

জীবননগর(চুয়াডাঙ্গা)প্রতিনিধি
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৮, ০১:০৪ PM
আপডেট: ২৪ অক্টোবর ২০১৮, ০১:০৪ PM

bdmorning Image Preview


চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা পরিষদের আয়োজনে ও উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা) সহায়তায় উপজেলা মাধ্যমিক স্থরের শিক্ষা ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠানের প্রধানগণের দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজার সভাপতিত্বে আজ বুধবার সকাল ১০টায় উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু মো.আ.লতিফ অমল। বিশেষ অতিথি ছিলেন জীবননগর থানা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকি, উপজেলা শিক্ষা অফিসার দ্বিনেশ চন্দ্র পাল, বাঁকা ইউপি চেয়ারম্যান আঃ কাদের প্রধান, হাসাদহ ইউপি চেয়ারম্যান রবি বিশ্বাস সহ উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview