Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টি-টেন লিগে দল পেলেন তামিম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৮, ১২:৫০ PM
আপডেট: ২৪ অক্টোবর ২০১৮, ১২:৫০ PM

bdmorning Image Preview


একবছর বিরতীর পর টি-১০ ক্রিকেট লিগের দ্বিতীয় আসরের পর্দা উঠতে যাচ্ছে। আগামী ২১ নভেম্বর আরম্ভ হবে টুর্নামেন্টটি। টি-১০ টুর্নামেন্টের পর্দা নামবে ২ ডিসেম্বর। এই আসরে বেঙ্গল টাইগারর্স দলে ভিড়িয়েছে বাংলাদেশের মারকুটে ব্যাটসম্যান তামিম ইকবালকে। হত আসরে তিনি পাখতুনসের হয়ে মাঠ মাতিয়েছিলেন।

গত আসরের মতো এবারো টি-১০ ক্রিকেট লিগের আয়োজন করা হয়েছে দুবাইয়ের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে।গত আসরের জনপ্রিয়তার কথা মাথায় রেখে ২টি দল বাড়িয়ে মোট ৮টি দল এবার প্রতিদ্বন্ধিতা করবে। ১২ দিন ব্যাপী এই টুর্নামেন্টে মোট ২৯ টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

দলগুলো হলো- মারাঠা অ্যারাবিয়ানস, বেঙ্গল টাইগারস, কেরালা কিংস, পাখতুনস, পাঞ্জাবি লিজেন্ডস, নর্দান ওয়ারিয়রস, রাজপুতস, এবং করাচিয়ান্স।

তামিমের দল বেঙ্গল টাইগারসের অধিনায়ক ইংলিশ উইকেটকিপার-ব্যাটসম্যান স্যাম বিলিংস। এই দলে আছেন জ্যাসন রয়, সুনীল নারিন, মুজীব উর রহমান, মোহাম্মদ নবী, কুশল পেরেরা, মরনে মরকেল, কেবন কুপার। কোচ হিসেবে রয়েছেন নিউজিল্যান্ডের টেস্ট ও ওয়ানডে দলের সফল অধিনায়ক স্টিফেন ফ্লেমিং।

তবে প্রথম বারের মতো বিদেশি কোনো ফ্রঞ্চাইজি লিগে নাম লিখিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। তার মধ্যে রয়েছেন বীরেন্দ্র শেওয়াগ। তিনি মারাঠা অ্যারাবিয়ানসের আইকন ও ব্যাটিং কোচ হিসেবে দলে যোগ দিয়েছেন।  আরপি সিং, রিতেন্দর সিং সোধি, সুব্রমণিয়ম বদ্রিনাথ, জহির খান ও প্রবীণ কুমারকে। 

এদিকে বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান টি-১০ ক্রিকেটে খেলার জন্য বিসিবির কাছে অনুমতি চাইলেও এখনো তাদের তরফ থেকে কিছূ জানানো হয়নি । 

Bootstrap Image Preview