Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সেলফি তুলে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রীর স্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০১৮, ০৭:৪৮ PM
আপডেট: ২৩ অক্টোবর ২০১৮, ০৭:৪৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


জাহাজের শেষপ্রান্তে বসে বিপজ্জনক সেলফি তোলার জন্য সকলের কাছে ক্ষমা চাইলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসের স্ত্রী অমৃতা ফডণবীস। এরকম বেপরোয়া কাজের জন্য সোমবার তিনি সোশ্যাল মিডিয়ায় সকলের কাছে ক্ষমা চেয়ে নিলেন।

তিনি লিখেছেন, ‘যদি কারও মনে হয় যে আমি ভুল করেছি, তাহলে আমি এর জন্য ক্ষমা চাইছি... আমি দেশের যুব সমাজকে বলতে চাই সেলফির নেশায় তাঁরা যেন কোনও ঝুঁকি না নেন।’ তারপরই অবশ্য তাঁর সংযোজন, জায়গাটি একেবারেই বিপজ্জনক ছিল না। ‘যে জায়গায় আমি সেলফি নিচ্ছিলাম তা বিপজ্জনক ছিল না, কারণ এর পর আরও দুটো ধাপ ছিল’, জানান মুখ্যমন্ত্রী পত্নী অমৃতা।

 

ভিডিওটি শেয়ার করে একজন মুখ্যমন্ত্রীর স্ত্রী হয়ে কীভাবে এমন কাজ করতে পারেন বলে সমালোচনায় মেতে ওঠে ভারতীয়রা।

ভিডিওটি শেয়ার করেছে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই। সেখানে দেখা যায়, সমুদ্রজলে দুরন্ত গতিতে চলন্ত একটি জাহাজের শেষপ্রান্তে বিপজ্জনকস্থানে বসে সেলফি তুলতে মগ্ন ভারতের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর স্ত্রী অমৃতা। যে কোনো মুহূর্তে ফসকে গেলেই মৃত্যু অবধারিত। মন্ত্রীর স্ত্রীকে সাবধান করতে ও ফিরিয়ে আনতে নিরাপত্তারক্ষীরা তাকে অনুরোধ করছেন। কিন্তু কারও কথার তোয়াক্কা না করে বিপজ্জনকভাবে সেলফি তুলেই যাচ্ছিলেন তিনি।

এ ভিডিও শেয়ার করে নেটিজেনরা লিখেন, ভারতে প্রতিমাসে বিপজ্জনকভাবে সেলফি তুলতে গিয়ে অনেক মানুষের মৃত্যু ঘটে । সে কারণে এ নিয়ে সরকারিভাবে সতর্কতা জারি করাও হয়েছে সেখানে। আর একজন মুখ্যমন্ত্রীর স্ত্রী হয়ে কীভাবে তিনি এমন সেলফি তোলেন!

তার এই সেলফি অন্যান্যদের এই অসচেতনমূলক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করবে বলে অভিযোগ আনা হয় সামাজিক মাধ্যমে।

কিন্তু এরপরই আবার মুখ্যমন্ত্রী পত্নী নিজের সাফাই গাইলেন,‘যে জায়গায় আমি সেলফি নিচ্ছিলাম তা বিপজ্জনক ছিলনা, কারণ এরপর আরও দুটো ধাপ ছিল’।

Bootstrap Image Preview