Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

'ব্যারিষ্টার মইনুলকে গ্রেফতার না করলে দেশের নারী সমাজ ক্ষুব্ধ হতো'

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০১৮, ০৩:১৬ PM
আপডেট: ২৩ অক্টোবর ২০১৮, ০৩:৫০ PM

bdmorning Image Preview


আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ঐক্যফ্রন্টে যুক্ত থাকার আগেও তিনি টেলিভিশন টকশোতে সরকারের বিরুদ্ধে কথা বলতেন তখন কিন্তু আমরা তাকে গ্রেফতার করিনি। তাকে গ্রেফতার করা হয়েছে কারণ টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে নিয়ে তিনি যা বলেছেন তাতে শুধুমাত্র সাংবাদিক মাসুদা ভাট্টির মানহানি ও মর্যাদাহানি হয়েছে তা নয়। এতে বাংলাদেশের নারী সমাজ অপমানিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান সমিতি আয়োজিত এক সেমিনার শেষে 'ঐক্যফ্রন্টে যুক্ত ছিলেন বলে ব্যারিষ্টার মইনুলকে গ্রেফতার করা হয়েছে' বিএনপি'র এমন অভিযোগের ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের নারীরা মনে করে তার এই ঔদ্ধত্য পূর্ণ বক্তব্য সকল নারী সমাজকে অপমানিত করেছে সেই কারণে মামলা হয়েছে এবং মামলা থেকে ওয়ারেন্ট হওয়ায় পরে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করেছে।

তিনি আরও বলেন, ওয়ারেন্ট হওয়ার পরেও আইনশৃঙ্খলা বাহিনী যদি কোন পদক্ষেপ না নিত তাহলে আমার মনে হয় বাংলাদেশের নারী সমাজ ক্ষুব্ধ হত এবং এমন ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিতে উৎসাহিত করা হতো। এজন্য তার নামে মামলা হয়ার পর ওয়ারেন্ট হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।

Bootstrap Image Preview