Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তিন শ যাত্রী নিয়ে উড়োজাহাজের জরুরি অবতরণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৮, ১০:৪৭ PM
আপডেট: ২২ অক্টোবর ২০১৮, ১০:৪৭ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


ঢাকায় প্রায় তিন শ যাত্রী নিয়ে কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজ জরুরি অবতরণ করেছে। আজ সোমবার রাত পৌনে দশটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটি অবতরণ করে।

ফায়ার সার্ভিস সূত্র বলছে, যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা সম্ভব হয়েছে।

বিমানবন্দর সূত্র বলছে, কাতারের উদ্দেশ্যে সোমবার সন্ধ্যায় ওই উড়োজাহাজটি উড্ডয়ন করে। এরপর উড়োজাহাজের পেছনের দুটি চাকায় ত্রুটি দেখা দেয়। পরে পাইলট বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগযোগ করে জরুরি অবতরণ করে।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর শাকিল নেওয়াজ গণমাধ্যমকে বলেন, ‘আমরা ও বিমানবন্দর কর্তৃপক্ষ প্রস্তুত ছিলাম। যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা সম্ভব হয়েছে।’

তিনি জানান, রাত ৯টা ৪০ মিনিটে উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করে।

Bootstrap Image Preview