Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাজাপুরে কার্গোর ধাক্কায় সেতু ভেঙে নদীতে

খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধিঃ 
প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৮, ০৮:৫১ PM
আপডেট: ২২ অক্টোবর ২০১৮, ০৮:৫১ PM

bdmorning Image Preview


ঝালকাঠির রাজাপুরে একটি কার্গোর ধাক্কায় পোনা নদীর ওপর নির্মিত চাড়াখালী আয়রন সেতু ভেঙে পড়েছে।

সোমবার (২২ অক্টোবর) সকালে উপজেলার চাড়াখালী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ মো. হাসান ও সায়মন নামে কার্গোর দুই শ্রমিককে আটক করে। 

সেতুটি উপজেলার গালুয়া ও রাজাপুর সদর ইউনিয়নের মধ্যে সংযোগ। সেতুটি ভেঙে পড়ায় ওই এলাকার যান চলাচল বন্ধ রয়েছে। এতে দুই ইউনিয়নের কয়েক হাজার মানুষ দুর্ভোগে পড়েছেন।

স্থানীয়রা জানায়, সোমবার ফজরের নামাজের পরপরই একটি বালু বোঝাই কার্গো এমভি হিযরত-১ নদী থেকে যাওয়ার সময় চাড়াখালী আয়রন সেতুটিকে ধাক্কা দেয়। এতে সেতুর মাঝখান থেকে ভেঙে নদীতে পড়ে যায়। কার্গোটিও সেতুর নিচে আটকা পড়ে। এতে ওই নদী দিয়ে সকল ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। 

এ ঘটনায় কেউ হতাহত না হলেও চাড়াখালী, নিজ গালুয়া, ফুলহার, তারাবুনিয়াসহ ৭-৮ টি গ্রামের অন্তত ১৫ হাজার মানুষ যাতায়াত বিচ্ছিন্ন হয়ে চরম দুর্ভোগে পড়েন।

স্থানীয় শিক্ষক এ কে আজাদ খান বলেন, সেতু ভেঙে পড়ায় মধ্য চাড়াখালি সরকারি প্রাথামিক বিদ্যালয়, চাড়াখালি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় ও চাড়াখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আশপাশের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের এক হাজার শিক্ষার্থীর বিদ্যালয়ে যাওয়া আসায় চরম বিঘ্ন ঘটেছে। খবর পেয়ে উপজেলা প্রকৌশলী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

রাজাপুর থানার ওসি শামসুল আরেফিন বলেন, দুর্ঘটনাটি ঘটিয়েছে হিযরত-১ নামে একটি কার্গো। কার্গোটি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নজরুল ইসলামের। কার্গোর ভেতরে থাকা দুই শ্রমিককে আটক করা হয়েছে।

রাজাপুর উপজেলা প্রকৌশলী মো. লুৎফার রহমান বলেন, এ ঘটনায় রাজাপুর থানায় একাটি সাধারন ডায়েরি করা হয়েছে। কার্গোর মালিকের কাছে সেতু ভাঙার ক্ষতিপূরণ চাওয়া হবে।
 

Bootstrap Image Preview