Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রতিবন্ধী মেয়েকে ‘বিষপানে’ হত্যার পর মায়ের ‘আত্মহত্যা’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৮, ০৭:২৯ PM
আপডেট: ২২ অক্টোবর ২০১৮, ০৭:৩৬ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


শারীরিক ও মানসিক প্রতিবন্ধী মেয়েকে বিষ পান করিয়ে হত্যার পর এক নারী বিষ পান করে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।

আজ সোমবার সকালে সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দিনমজুর উত্তম মণ্ডলের স্ত্রী শান্তি রানি মণ্ডল (৩৬) ও মেয়ে তমালিকা মণ্ডল (৯)।

উত্তমের বড় মেয়ে তন্দ্রা মণ্ডল দাবি করেন, তার প্রতিবন্ধী বোন তমালিকাকে নিয়ে গরিব পরিবারটিতে অশান্তি চলছিল। সে বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করত। সোমবার তার আচরণে অতিষ্ঠ হয়ে মা শান্তি রানি তাকে সকালের খাবারের সঙ্গে বিষ খাইয়ে দেন। পরে শান্তি রানি নিজেও আত্মহত্যার পথ বেছে নেন।

খবর পেয়ে প্রতিবেশীরা স্থানীয় চিকিৎসককে ডেকে আনেন, কিন্তু ততক্ষণে দুজনই মারা যান।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, ‘শারীরিক ও মানসিক প্রতিবন্ধী মেয়ের যন্ত্রণা সহ্য করতে না পেরে মা শান্তি রানি মেয়েকে বিষ খাইয়ে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে লাশ ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

Bootstrap Image Preview