Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফরিদপুরে প্রান্তিক গ্রাহকদের মাঝে প্রকাশ্যে ঋণ বিতরণ

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধিঃ
প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৮, ০৬:০৭ PM
আপডেট: ২২ অক্টোবর ২০১৮, ০৬:০৭ PM

bdmorning Image Preview


'বাংলাদেশ ব্যাংকের ২০০ কোটি টাকার আবর্তনশীল পুনঃঅর্থায়ন স্কীম' এর আওতায় ফরিদপুর জেলার সকল তফসিলি ব্যাংকের দশ টাকার হিসাবধারী প্রান্তিক গ্রাহকদের মাঝে প্রকাশ্যে ঋণ বিতরণ করা হয়েছে।

সোমবার (২২ অক্টোবর) সকাল ১১ টায় ফরিদপুর জেলা শহরের নদী গবেষণা ইনষ্টিটিউটের অডিটরিয়াম হলরুমে প্রকাশ্যে এ ঋণ বিতরণ করা হয়।

অগ্রণী ব্যাংকের উপ মহাব্যবস্থাপক মোঃ ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের উপ মহাব্যবস্থাপক মোহাম্মদ আবুল হাসেম ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অগ্রণী ব্যাংকের ফরিদপুর অঞ্চলের মহাব্যবস্থাপক এ এম আবিদ হোসেন, সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার মোঃ জহিরুল ইসলাম, জনতা ব্যাংকের ফরিদপুর বিভাগীয় মহাব্যবস্থাপক সুধাংশু কুমার হালদার, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর মুহাম্মদ এহসানুল হক, ইস্টার্ণ ব্যাংক লিমিটেড ফরিদপুর শাখার ব্যবস্থাপক শেখ রবিউল ইসলাম, সেলস এন্ড সার্ভিস ব্যবস্থাপক রেজওয়ান মাহমুদ প্রমুখ।  
 

Bootstrap Image Preview