Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

পটুয়াখালীর বাউফলে ইলিশ শিকার করায় ইউপি সদস্যসহ আটক ৪ 

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২১ অক্টোবর ২০১৮, ০৭:৩২ PM
আপডেট: ২১ অক্টোবর ২০১৮, ০৭:৩২ PM

bdmorning Image Preview


সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পটুয়াখালীর বাউফলের তেঁতুলিয়া নদীতে ইলিশ শিকার করায় সাগর মাতুব্বর নামে এক ইউপি সদস্যকে আটক করেছে প্রশাসন।

আজ রবিবার তাজুল ইসলাম, কাদের হাওলাদার, ও ফয়জুল মৃধা নামের তিন জেলেকে আটক করা হয়। আটক ইউপি সদস্য ভোলার বোরহান উদ্দিন উপজেলার জয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য। তিন জেলে একই ওয়ার্ডের বাসিন্দা।

কালাইয়া নৌ পুলিশের ইনচার্য (ভারপ্রাপ্ত) এএসআই মহিউদ্দিন জানান, আজ সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলা প্রশাসন ও নৌ-পুলিশ উপজেলার তেঁতুলিয়া নদীতে যৌথ অভিযান চালিয়ে একজন ইউনিয়ন পরিষদ সদস্যসহ চার জেলেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০ হাজার মেট্রিক টন জাল ও ১৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী মেজিষ্ট্রট মো. ইবনে আল জায়েদ প্রত্যেককে এক বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। 

Bootstrap Image Preview