Bootstrap Image Preview
ঢাকা, ১৭ বুধবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৯ ঘন্টা পর আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন শুরু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ অক্টোবর ২০১৮, ০৩:১৫ PM
আপডেট: ২১ অক্টোবর ২০১৮, ০৩:১৫ PM

bdmorning Image Preview


যান্ত্রিক ক্রটির কারণে তিন ঘণ্টা বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের নয়টি ইউনিট উৎপাদনে ফিরেছে; বন্ধ রয়েছে পাঁচটি ইউনিট।

রবিবার সকাল সাড়ে ৮টা থেকে বিদ্যুৎ কেন্দ্রের ১৪টি ইউনিটে উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে ত্রুটি সারিয়ে বেলা সাড়ে ১১টার দিকে নয়টি ইউনিট উৎপাদনে ফেরানো হয় বলে কর্তৃপক্ষ জানায়।

আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো.শাহ আলম খান বলেন, সকালে হঠাৎ করে আশুগঞ্জ-কিশোরগঞ্জ জাতীয় সঞ্চালন লাইনে ত্রুটি দেখা দিলে তাপ বিদ্যুৎ কেন্দ্রের সবকটি ইউনিট বন্ধ হয়ে যায়। এতে তাৎক্ষণিকভাবে কারখানার আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

কারখানার প্রকৌশলীরা ত্রুটি মেরামত করে নয়টি ইউনিটে উৎপাদন চালু করেন। এখন বন্ধ রয়েছে ১৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ইউনিট-৩ ও ৪, ৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন গ্যাস ইঞ্জিন, ২২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন সিপিপিসি ও ৫৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন প্রিসিশন।'

বন্ধ থাকা ইউনিটগুলোর ত্রুটি সারাতে প্রকৌশলীরা কাজ করছে জানিয়ে শাহ আলম বলেন, “বিকালের মধ্যেই সেগুলো চালু হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে। ”

Bootstrap Image Preview