Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

আপনার সম্পর্কে দূর থেকে অন্যরা কি ভাবছে যেভাবে বুঝবেন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ অক্টোবর ২০১৮, ০২:৩১ PM
আপডেট: ২১ অক্টোবর ২০১৮, ০২:৩১ PM

bdmorning Image Preview


লক্ষণশাস্ত্র অনুসারে, কেউ যদি দূরে থেকে বার বার আপনার সম্বন্ধে খারাপ বা ভাল কিছু ভাবে, তার একটা প্রভাব আপনার উপর এসে পড়ে। সে যদি শুধু মন দিয়ে চিন্তা করে, তার এক রকম প্রভাব পড়ে, আর সে যদি মন এবং প্রাণ দুটো চেতনা দিয়ে ভাবে তার প্রভাব খুব বেশি পড়ে। কেউ যদি আমার সম্বন্ধে নেগেটিভ কিছু ভাবে, আর আমার তা প্রতিহত করার ক্ষমতাযদি কম থাকে, তা হলে আমার ক্ষতি হতে পারে। আর সে যদি আমার ভাল ভাবে তাতে আমার উপকার হতে পারে।

নীচের লিখিত ১০টি লক্ষণ আপনি যদি পর্যবেক্ষণ করেন বা সাইকিক ভাবে অনুভব করেন, তা হলে আপনি বুঝতে পারবেন কেউ হয়ত দূর থেকে আপনার সম্বন্ধে গভীর ভাবে ভাবছেন।

(১) হঠাৎ আপনার যদি কারও প্রতি আবেগের অনুভূতি আসে বা তার প্রতি ভালবাসার টান অনুভব করেন, তা হলে বুঝবেন সে আপনাকে ভালবাসছে বা আপনার কথা চিন্তা করছে। ফলে হঠাৎ করে আপনার অবচেতন মনে তার প্রতি  ভালবাসা আসছে। কেউ যদি আপনাকে ভালবাসে আপনার চেতন মন ভুল করলেও আপনার অবচেতন মন সেটা সহজেই বুঝতে পারে।

(২) হঠাৎ কোনও কারণ ছাড়াই চোখে অ্যালার্জির আবির্ভাব হয়ে থাকে, বিশেষ  করে কোনও মহিলার বাঁ চোখ হঠাৎ চুলকোতে থাকে বা অ্যালার্জি দেখা দেয়, তা হলে বুঝতে হবে কেউ আপনাকে প্রবলমভাবে ভালবাসছে। আর অ্যালার্জিটা যদি ডান চোখে হয়, তা হলে কেউ আপানার সম্বন্ধে নেগেটিভ কিছু ভাবছে বা আপনার ক্ষতি করার কথা ভাবছে।

(৩) হঠাৎ আপনার গাল ও কান গরম হয়ে উঠছে বা আপনার গাল লাল হয়ে উঠলে এর অর্থ কেউ আপনাকে দূর থেকে গালমন্দ করছে। আপনার বিরুদ্ধে মুখ খারাপ করে কিছু বলছে। তার শক্তি আপনার থেকে বেশি হওয়ায় আপনার উপর তার প্রভাব পড়ছে।

(৪) হঠাৎ করে হাঁচি হওয়া মানে কেউ আপনাকে মিস করছে, যে আপনাকে ভালবাসে।

(৫) হঠাৎ করে কোনও কারণ ছাড়াই আপনার হেঁচকি উঠতে শুরু করলে এর অর্থ দূর থেকে কেউ আপনার বিরুদ্ধে অভিযোগ করছে এবং তার ব্যবহারটা বেশ ক্ষতিকর।

(৬) আপনার মাঝে মধ্যে কোনও কারণ ছাড়াই হাসির আমেজ এসে থাকে। তার মানে কেউ মন থেকে আপনার সুখ বা ভালবাসা কামনা করছে। তার পজিটিভ প্রভাব আপনার হৃদয়ে দোলা সৃষ্টি করছে। ফলে অবচেতন মনে তার একটা কম্পন আসছে। ফলে আপনি বিনা কারণে হেসে উঠছেন।

(৭) আপনি কারও শারীরিক উপস্থিতি থেকে থেকেই অনুভব করছেন। এর অর্থ সে হয়ত দূরে রয়েছে, কিন্তু সে আপনার খুব ঘনিষ্ঠ বা ভালবাসার কেউ। যে দূরে থেকেও গভীর ভাবে আপনাকে দেহ, মন ও প্রাণ দিয়ে আপনাকে চাইছে। অনেক  সময় খারাপ প্রকৃতির লোকেরা আপনাকে চাইতে পারে। বিশেষ করে আপনি যদি নারী হন আর আপনার যদি প্রতিরোধ করার ক্ষমতা সে ভাবে না থাকে, তা হলে আপনি তার খপ্পরে পড়ে যাবেন।

(৮) হঠাৎ আপনার চুলের গোড়া ফুলে উঠলে, যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় গুসবাম্প বলে। এটা স্নায়বিক ঘটনা। দূর থেকে কেউ যদি আপনার সন্বন্ধে গভীর ভাবে চিন্তা করে তখন এই জাতীয় স্নায়বিক লক্ষণ দেখা যায়। অনেক সময় গভীর ভাবে গান বা মিউজিক শুনতে শুনতে এরকম হয়, বিশেষ করে গানে যাদের খুব প্যাশন।

(৯) যদি হঠাৎ করে খাওয়ার সময় বিষম লেগে যায়। এটার পিছনে কারণ, দূর থেকে আপনার সম্বন্ধে কেউ বা অনেকে ভাল/খারাপ দুই ধরনের গভীর চিন্তা করছে। তাদের টেনশান আপনার অবচেতন মনে আছড়ে পড়ছে। ফলে তাদের টেনশানের শরিক আপনিও হচ্ছেন।

(১০) আপাত কারণ ছাড়াই দূরের কোনও বিষয় হঠাৎ করে আপনার মানসপটে ঘুমের মধ্যে ভেসে আসছে। এর অর্থ, যার স্বপ্ন দেখেছেন, সেই ব্যক্তি আপনার সম্বন্ধে ইদানীং ভাবছেন। তাই ঘুমের মধ্যে অবচেতনে তার ছবি আপনার সামনে উপস্থিত হয়েছে।

Bootstrap Image Preview