Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাণীনগরে বিনামূল্যে টেইলারিং ও কোরআন শিক্ষার উদ্বোধন

সুকুমল কুমার প্রামানিক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২১ অক্টোবর ২০১৮, ০২:১৮ PM
আপডেট: ২১ অক্টোবর ২০১৮, ০২:১৮ PM

bdmorning Image Preview


নওগাঁর রাণীনগরে মিরজান নেছা মহিলা এতিমখানা মাদ্রাসার উদ্যোগে এতিম মহিলা ও বাচ্চা মেয়েদের বিনামূল্যে টেইলারিং কাজ ও কোরআন শিক্ষার শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২১ অক্টোবর) সকালে উপজেলার সদর ইউনিয়নের বিষ্ণপুর দিঘীরপাড় গ্রামে এই প্রতিষ্ঠানের নিজস্ব ভবনে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ উদ্বোধন করা হয়।

এই প্রতিষ্ঠানটিতে আর্থিক সহযোগীতা করছেন, সদর ইউনিয়নের বিষ্ণপুর দিঘীরপাড় গ্রামের মোল্লা পরিবার। মোল্লা পরিবারের যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনায় এই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে।

প্রতিষ্ঠানটির পরিচালক মো: হেলাল মোল্লার সভাপতিত্বে বিনামূল্যে টেইলারিং কাজ শিখানো ও কোরআন শিক্ষা দেওয়ার উদ্বোধন করেন, প্রতিষ্ঠানটির আর্থিক সহয়তাকারী মো: ইয়াকুব আলী।  

এসময় টেইলারিং এ বিনামূল্যে প্রশিক্ষণে ৭৫ জন ও কোরআন শিক্ষা গ্রহণের জন্য ৩৫-৪০ শিশু ও মহিলা যোগদান করেছেন।

এছাড়াও এই উপজেলার যে কোন শিশু ও মহিলারা বিনামূল্যে এ শিক্ষা নিতে পারবেন।
 

Bootstrap Image Preview