Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

৩ দিন পর বালিয়াডাঙ্গীতে নিখোঁজ গৃহপরিচারিকা উদ্ধার

বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও) প্রতিনিধি : 
প্রকাশিত: ২১ অক্টোবর ২০১৮, ০১:৩৬ PM
আপডেট: ২১ অক্টোবর ২০১৮, ০১:৩৬ PM

bdmorning Image Preview


ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায়  আইনজীবী সৈয়দ আলমের বাসা থেকে নিখোঁজ হওয়া গৃহপরিচারিকাকে ৩ দিন পর উদ্ধার করেছে পুলিশ। এর আগে গত ১৯ অক্টোবর বালিয়াডাঙ্গী থানার গৃহ পরিচারিকা হারানোর বিষয়ে একটি সাধারণ ডাইরী করেন ওই আইনজীবি। 

এদিকে গতকাল শনিবার রাত সাড়ে ১১টায় সময় বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের কাচনা মধুপুর গ্রামের বাদল নামে এক যুবক গৃহপরিচারিকা শাপলা (১৩) কে বালিয়াডাঙ্গী থানায় নিয়ে আসলে পুলিশ আইনজীবীর করা সাধারণ ডাইরীর সাথে শাপলার মিল খুঁজে পায়। 

রাতে বালিয়াডাঙ্গী থানার ওসি এবিএম সাজেদুল ইসলাম ওই আইনজীবীকে থানায় ডেকে নিয়ে যান। উদ্ধার করা মেয়েটিই শাপলা বলে শনাক্ত করেন ওই আইনজীবী।  

এ সময় থানায় উপস্থিত ছিলেন এ্যাড. আবেদুর রহমান, বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রলীগের সভাপতি ও স্থানীয় সাংসদ আলহাজ্ব দবিরুল ইসলামের ছোট ছেলে মমিনুল ইসলাম সুমনসহ কয়েক জন ছাত্রলীগকর্মীও উপস্থিত ছিলেন।

উদ্ধার হওয়া গৃহপরিচারিকা শাপলা জানায়, গত তিন বছর পূর্বে ঢাকার একটি বাসায় কাজের মেয়ে হিসেবে নিয়োজিত ছিল সে। সেখান থেকে পঞ্চগড় জেলার বোদা থানার সাকুয়া বাকপুর গ্রামের মিজান তাকে মাসিক চুক্তির ভিত্তিতে ঠাকুরগাওয়ের বালিয়াডাঙ্গীস্থ এ্যাড.সৈয়দ আলমের বাসায় রাখেন। দীর্ঘদিন বাবা মায়ের সাথে কোন যোগাযোগ না থাকায় বাড়ীতে ফিরে যাওয়ার জন্য সে গোপনে পালিয়েছিল বলে জানায়। 

বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ এবিএম সাজেদুল ইসলাম বলেন, নিখোঁজ হওয়া শাপলা নামের মেয়েটি উদ্ধার করে বাদলের জিম্মায় দেওয়া হয়েছে। তার বাবা-মায়ের নাম ঠিকানা যোগার করে সংশ্লিষ্ঠ থানায় বার্তা পাঠানো হয়েছে। খুব শ্রীঘ্রই তার বাবা মায়ের কাছে মেয়েটিকে হস্তান্তর করতে পারবো বলে আশা করছি।

উল্লেখ, গৃহপরিচারিকা শাপলা গত বৃহস্পতিবার ১৮ অক্টোবর বিকালে আইনজীবীর বাড়ী থেকে নিখোঁজ হয়। শাপলার বাড়ী ময়মনসিংহ জেলার কোতয়ালী থানার চরকাই বাজার গ্রামে।তার বাবার নাম আবু কালাম সিদ্দিক ও মায়ের নাম রোকসানা। 
 

Bootstrap Image Preview