Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

এমএনপি সেবার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ অক্টোবর ২০১৮, ১২:১২ PM
আপডেট: ২১ অক্টোবর ২০১৮, ০৪:০৫ PM

bdmorning Image Preview


মোবাইল নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর বদলে ‘মোবাইল নম্বর পোর্টেবিলিটি’ (এমএনপি) সেবা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রবিবার সকাল ১০টায় তার সরকারি বাসভবন গণভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে এমএনপি সেবা উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে তথ্য ও যোগাযোগপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার ও প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রমুখ উপস্থিত ছিলেন।

চলতি মাসের ১ তারিখ থেকে বাংলাদেশে পরীক্ষামূলকভাবে বাণিজ্যিকভাবে বহুল প্রতীক্ষিত এমএনপি সেবা চালু করা হয়েছে। এই সেবা চালু হওয়ার ফলে গ্রাহকরা তার নম্বর অপরিবর্তিত রেখেই যেকোনও কোম্পানির নেটওয়ার্ক ব্যবহার করার স্বাধীনতা পাবেন। যা এর আগে নম্বর পরিবর্তনের ঝামেলার জন্য সম্ভব ছিল না।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ১ অক্টোবর তাদের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এমএনপি সেবা দেওয়ার ঘোষণা দেয়।
বিটিআরসি’র চেয়ারম্যান (ভারপ্রাপ্ত)জহুরুল হক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা আশা করি, এমএনপি সেবা চালু হওয়ার ফলে বাজারে আগের চেয়ে বেশি প্রতিযোগিতা হবে এবং গ্রাহকরা উন্নত সেবা পাবেন।’

বিটিআরসি গত বছরের নভেম্বরে লাইসেন্স ইস্যু করার মাধ্যমে ইনফোজিলিয়ন বিডি লিমিটেড ও টেলিটেক ডিওও, স্লোভেনিয়ার কনসোর্টিয়াম ইনফোজিলিয়ন টেলিটেক বিডি’কে এমএনপি সেবা দেওয়ার কাজে নিযুক্ত করে।

প্রতিষ্ঠানটিকে লাইসেন্স পাওয়ার ১৮০ দিনের মধ্যে এ সেবা চালু করতে বলা হয়। কিন্তু মোবাইল ফোন অপারেটরদের অসহযোগিতার কারণে তারা এ আদেশ বাস্তবায়ন করতে পারেনি।
ইনফোজিলিয়ন টেলিটেক বিডি’র ব্যবস্থাপনা পরিচালক মাবরুর বলেন, বিটিআরসি’র নিয়ম অনুযায়ী মোবাইল ফোন ব্যবহারকারীদের কাঙ্ক্ষিত অপারেটরের কাস্টমার কেয়ার থেকে নতুন সিম সংগ্রহ করতে হবে।

ইনফোজিলিয়নের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)মোহাম্মদ জুলফিকার বলেন, এমএনপি সেবার আওতায় কোনও গ্রাহক নতুন অপারেটরে সুইচ করতে চাইলে নতুন সিম সংগ্রহ করার সময় জাতীয় পরিচয়পত্রের নম্বর ও ছবি ইত্যাদি সংশ্লিষ্ট তথ্য দিতে হবে। কোনও গ্রাহক আবার অপারেটর পরিবর্তন করতে চাইলে তাকে ৯০ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।
বিটিআরসি জানায়, বর্তমানে ৭২টি দেশে এমএনপি সেবা চালু রয়েছে।

Bootstrap Image Preview