Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

আমি মায়ের কাছে যাব, মা তুমি কোথায়?

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ অক্টোবর ২০১৮, ১০:২৬ PM
আপডেট: ২০ অক্টোবর ২০১৮, ১০:২৬ PM

bdmorning Image Preview


আমার মায়ের নাম রুনা। আমি মায়ের কাছে যাব, মা তুমি কোথায় বলে কেঁদে দেয় শিশু মিম।

আজ শনিবার নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মিম আক্তার (৬) নামের শিশুকে রাস্তায় পরে থাকতে দেখে সোনারগাঁ থানা পুলিশের কাছে নিয়ে যান মাসুদ নামের এক ব্যক্তি।

এরপর শিশুর মা-বাবার সন্ধানে বিভিন্ন স্থানে বার্তা পাঠায় পুলিশ।

শিশু মিম আক্তার জানায়, মামা জসিম উদ্দিন বুধবার বেড়ানোর কথা বলে আমাকে কাঁচপুর এলাকায় রেখে যায়। পরে এক লোক আমাকে এখানে নিয়ে আসে। পাবনার বামনা উপজেলার চুনাওঠা গ্রামের আনোয়ার হোসেন আমার বাবা। আমার মায়ের নাম রুনা। আমি মায়ের কাছে যাব, মা তুমি কোথায় বলে কেঁদে দেয় শিশু মিম।

মিমকে রাস্তায় পাওয়া মাসুদ বলেন, বৃহস্পতিবার সকালে দোকান খুলতে গিয়ে মেয়েটিকে একটি টেবিলের ওপর বসে থাকতে দেখি। পরে মেয়েটির কাছে তার পরিচয় জানতে চাইলে সে জানায়, বুধবার রাতে তার সৎ মামা জসিম উদ্দিন তাকে বসিয়ে রেখে চলে যায়। রাতে সে একাই বসেছিল। অনেক খোঁজাখুঁজি করে তার মামাকে না পেয়ে শনিবার সোনারগাঁ থানা পুলিশের কাছে নিয়ে আসি। পরে সোনারগাঁ থানা পুলিশ একটি জিডি করে মেয়েটিকে উপজেলার কাঁচপুর দক্ষিণপাড়া গ্রামের মাসুদের হেফাজতে দিয়েছেন।

সোনারগাঁ থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) সেলিম মিয়া বলেন, উদ্ধার হওয়া মেয়েটির বিষয়ে একটি জিডি করে মাসুদ নামের এক ব্যক্তির হেফাজতে দেয়া হয়েছে। পরিবারের সন্ধান পেলে তাকে ফেরত দেয়া হবে।

Bootstrap Image Preview