Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অপারেশন থিয়েটারে রোগী, ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ অক্টোবর ২০১৮, ০৮:৪২ PM
আপডেট: ২০ অক্টোবর ২০১৮, ০৯:২৫ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


রাজশাহীর বাঘা উপজেলার এক ক্লিনিকে ভুল চিকিৎসায় এক প্রসূতি মৃত্যুর অভিযোগ উঠেছে। তবে সুস্থ রয়েছে তার নবজাতক।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা সদরের জননী ক্লিনিকে অস্ত্রোপচারের পর মারা যান তিনি।

মৃত আজমিরা বেগম (২৮) উপজেলার গড়গড়ি ইউনিয়নের চাঁদপুর ব্যাঙগাড়ি গ্রামের সাইদুল ইসলামের স্ত্রী। দ্বিতীয় সন্তান জন্ম দিতে গিয়ে মারা যান আজমিরা।

এ ঘটনায় তার স্বজনরা বিক্ষোভ করেন। পরে ক্লিনিক বন্ধ করে পালিয়ে যান মালিক পক্ষ। কিছুক্ষণ পর প্রভাবশালীদের চাপে মরদেহ নিয়ে বাড়ি ফেরেন নিহতের স্বজনরা। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দেয়া হয়নি।

জননী ক্লিনিকের মালিক ডা. আক্তারুজ্জামান ও তার স্ত্রী কান্তা আকতারী। তারা দুইজনই বাঘা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত। আজমিরা বেগমের অস্ত্রোপচার করেন তারা দুইজন।

আক্তারুজ্জামানের দাবি, অস্ত্রোপচার সফল হয়েছিল। কিন্তু প্রসূতির রক্তচাপ নিয়ন্ত্রণে আসছিল না। এরই ফলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয় তার।

তবে মৃতের স্বামী সাইদুল ইসলামের অভিযোগ, কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই রোগীকে অপারেশন থিয়েটারে নেয় ক্লিনিক কর্তৃপক্ষ। ভুল চিকিৎসায় অস্ত্রোপচারের পর মারা যায় রোগী। পরে বিক্ষোভ করি আমরা।

খবর পেয়ে ক্লিনিকে পৌঁছান বাঘা থানা পুলিশের উপপরিদর্শক সাইফুল ইসলাম। তিনি বলেন, চিকিৎসক এবং ক্লিনিক কর্তৃপক্ষের দাবি, ভুল চিকিৎসায় রোগী মারা যাননি। এছাড়া এ নিয়ে নিহতের পরিবারেরও কোনো অভিযোগ নেই। খবর পেয়ে পুলিশ পৌঁছার পর মরদেহ নিয়ে যান স্বজনরা।

Bootstrap Image Preview