Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিএসএমএমইউ’তে মুখ গহব্বরের ক্যান্সার বিষয়ে কর্মশালা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ অক্টোবর ২০১৮, ০৫:২৩ PM
আপডেট: ২০ অক্টোবর ২০১৮, ০৬:১৮ PM

bdmorning Image Preview


বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) মুখ গহব্বরের ক্যান্সার বিষয়ে ২ দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। নাক কান গলা বিভাগের হেড এন্ড নেক সার্জারি ডিভিশনের উদ্যোগে আজ শনিবার থেকে এই কর্মশালা শুরু হয়েছে। শেষ হবে আগামীকাল রবিবার।

অনুষ্ঠান  উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। নাক কান গলা বিভাগের চেয়ারম্যান বিশিষ্ট হেড-নেক সার্জন অধ্যাপক ডা. বেলায়েত হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারতের টাটা মেমোরিয়াল হাসপাতালের পরিচালক ও বিশিষ্ট হেড-নেক সার্জন অধ্যাপক ডা. অনিল কে. ডি’ ক্রুজ।

কর্মশালায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ৩০০ জন বিশিষ্ট হেড-নেক সার্জনসগণ অংশগ্রহণ করেন। এতে ভারতের টাটা মেমোরিয়াল হাসপাতালের থেকে প্রখ্যাত হেড-নেক সার্জনসগণ লাইভ সার্জারি ডেমোনেসট্রেশন করেন।

এদিকে আজ সকালে বিশ্ববিদ্যালয়ে দুর্গাপূজা পুনর্মিলনী অনুষ্ঠান- ২০১৮ উদযাপিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের ডা. মিল্টন হলে এটি উদযাপিত হয়।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, বিশ্ববিদ্যালয়ের  শিক্ষক, ছাত্রছাত্রী, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও ব্রাদার, মেডিক্যাল টেকনোলজিস্ট ও কর্মচারীবৃন্দের সাথে শুভ বিজয়ার শুভেচ্ছা বিনিময় করেন।

এসময়  উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ডীনবৃন্দ, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, অফিসপ্রধানগণ উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview