Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামে কাস্টমসকর্মী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ অক্টোবর ২০১৮, ০৪:০১ PM
আপডেট: ২০ অক্টোবর ২০১৮, ০৪:০১ PM

bdmorning Image Preview


চট্টগ্রামে কাস্টমসকর্মী রিপেন সিংহ ধ্রুব হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি শোভন চৌধুুরী শুভকে (৩০) গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

শুক্রবার (১৯ অক্টোবর) রাতে আনোয়ারা উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শোভন চৌধুরী শুভ চট্টগ্রামের রাউজান থানার পূর্ব গুজারা ইউনিয়নের অজিত চৌধুরী ছেলে।নগর গোয়েন্দা (বন্দর) বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আবু বকর সিদ্দিক বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আনোয়ারা উপজেলায় আসামির মামার বাড়ি থেকে শোভন চৌধুরী শুভকে গ্রেফতারা করা হয়েছে। আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হয়েছে আদালতে।’

নিহত রিপেন গত ১২ অক্টোবর সকালে নগরের আসকার দিঘীর পশ্চিম পাড়স্থ অফিসার্স লেইনের বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। সন্ধ্যায় রিপেনের সন্ধানে তার পিতা ক্ষুধিরাম সিংহ নগরের কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি করেন। রাত ৮টায় পতেঙ্গার চরপাড়ায় কর্ণফুলী নদীর তীরে পাথরের ফাঁকে আটকানো অবস্থায় রিপেনের মরদেহ উদ্ধার করে পতেঙ্গা থানা পুলিশ।

সে সময় রিপেনের বাবা ক্ষুধিরাম সিংহ দাবি করেন, রিপেনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। শুভ চৌধুরী নামে তার এক বন্ধু আছে হাজারি লেইনে। শুভকে আটক করে জিজ্ঞাসাবাদ করলেই সবকিছু পরিষ্কার হবে।

Bootstrap Image Preview