Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ‘বিজয় উল্লাস ৭১’ উদ্বোধন

খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০১৮, ০৯:২১ PM
আপডেট: ১৯ অক্টোবর ২০১৮, ০৯:২১ PM

bdmorning Image Preview


ঝালকাঠির নলছিটিতে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ও বিজয় উল্লাস ৭1 এর উদ্বোধন করা হয়েছে।

আজ শুক্রবার বিকেলে বাস্ট্যান্ড এলাকায় স্থাপিত স্মৃতিস্তম্ভে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বিজয় উল্লাস ৭১'র শুভ উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পরে যারা ক্ষমতায় ছিলেন তারা ইতিহাস বিকৃত করেছেন। মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভাজন সৃষ্টি করেছে। জয়বাংলা, জয় বঙ্গবন্ধুর পরিবর্তে মুক্তিযোদ্ধাদের দিয়ে জিন্দাবাদ স্লোগান দিয়েছিল। যারা ইতিহাস বিকৃত করে, মুক্তিযুদ্ধের চেতনা মুছে ফেলতে চায়, তারা কোনদিন মুক্তিযুদ্ধের বন্ধু হতে পারে না। তারা কখনো মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হতে পারে না।

শিল্পমন্ত্রী আরো বলেন, ষড়ন্ত্রকারীদের কাছ থেকে আজ মুক্তিযোদ্ধারা মুক্ত। আ'লীগ সরকারের সময় মুক্তিযোদ্ধারা বেশি সম্মানিত হয়ে থাকেন। তাই আগামী নির্বাচনেও আপনাদের সার্থেই এই সরকারকে বিজয়ী করতে হবে। এই স্মৃতিস্তম্ভই একদিন নলছিটির ইতিহাস হয়ে থাকবে।

পৌর মেয়র তছলিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, যুদ্ধকালীন উপজেলা কমান্ডার মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মিয়া ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনার্ধন দাস। 

এ সময় উপস্থিত ছিলেন, ঝালকাঠি পৌরসভার মেয়র লিয়াকত আলী তালুকদার, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. ইউনুস লস্কর।

Bootstrap Image Preview