Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশের সাথে সুইজারল্যান্ডের চমৎকার সম্পর্ক রয়েছে: প্রেসিডেন্ট বার্সেট

কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০১৮, ০৬:০৮ PM
আপডেট: ১৯ অক্টোবর ২০১৮, ০৬:০৮ PM

bdmorning Image Preview
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও সুইজারল্যেন্ডের প্রেসিডেন্ট অ্যালাইন বার্সেট


বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক বিষয়ে গভীর সন্তোষ প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট অ্যালাইন বার্সেট।

১৮ ও ১৯ অক্টোবর ব্রাসেলসে অনুষ্ঠিত ১২তম আসেম সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সাথে বৈঠকে এই সন্তোষ প্রকাশ করেন সুইজারল্যেন্ডের প্রেসিডেন্ট অ্যালাইন বার্সেট।

অ্যালেন বার্সেট রোহিঙ্গা সংকট সমাধানের জন্যে বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ রোহিঙ্গাদের প্রতি শক্তিশালী সমর্থন নিশ্চিত করেছিলো।

তিনি আরও বলেন, সংকটের স্থিতিশীল ও শান্তিপূর্ণ সমাধানের জন্য আন্তরিক প্রচেষ্টার সাথে বাংলাদেশ রোহিঙ্গাদের থাকার স্থান দিয়েছে এর চেয়ে অধিকতর কৃতজ্ঞতা আর হতে পারে না।
 
চলতি বছরের ২ হতে ৪ ফেব্রুয়ারি বাংলাদেশে তার সাফল্যজনক সফরের জন্যে পররাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সেই সফরে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সাথে সাক্ষাতের বিষয়টিও তিনি মনে করেন।

তা ছাড়া ১৯৭২ সালে বাংলাদেশের সাথে সুইজারল্যান্ডের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের বিষয়টি তিনি উল্লেখ করেন।

তা ছাড়া তিনি নিউ ইয়র্কে (২০১৮ সালের সেপ্টেম্বর) সম্প্রতি অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংক্ষিপ্ত বৈঠকের কথা উল্লেখ করেন এবং বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে চলমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক বিষয়ে গভীর সন্তোষ প্রকাশ করেন।

পররাষ্ট্রমন্ত্রী আলী রোহিঙ্গা সংকট সমাধানে পূর্ণ সমর্থনের জন্য সুইস প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন যে, দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক উভয় ক্ষেত্রে বিদ্যমান সম্পর্ককে শক্তিশালী করার জন্য বাংলাদেশ ও সুইজারল্যান্ড প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

Bootstrap Image Preview