Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অবৈধ অনুপ্রবেশের দায়ে বেনাপোলে শিশুসহ আটক ৫

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০১৮, ০৪:৪৫ PM
আপডেট: ১৯ অক্টোবর ২০১৮, ০৪:৪৫ PM

bdmorning Image Preview


বেনাপোল প্রতিনিধিঃ

যশোরের বেনাপোল সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে নারী পুরুষ ও শিশুসহ ৫ জনকে আটক করেছে বিজিবি সদস্যরা। এ সময় পাচারকারি পালিয়ে যেতে সক্ষম হয়।

শুক্রবার (১৯ অক্টোবর) সকালে সীমান্তের দৌলতপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, রাহেলা (২২), টিটু (২৮) রফিকুল (৪০),লিটন (২৫), ও শিশু সোহাগী (৩)। তাদের সবার বাড়ি নড়াইল, মাদারীপুর, বরিশাল ও খুলনা জেলায়।

বিজিবি পুটখালী কোম্পানি কমান্ডার সুবেদার মুন্সি লাবলু রহমান জানান, গোপন সংবাদে জানতে পারি পাসপোর্ট ভিসা ছাড়া ভারত থেকে বেশ কিছু লোক ভারতের আংরাইল সীমান্ত দিয়ে বাংলাদেশ প্রবেশ করে সীমান্তে একটি বাশ বাগানের ভিতর অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে দৌলতপুর ক্যাম্পের টহলরত সদস্যরা সেখানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে '১১সি' ধারা মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

Bootstrap Image Preview