Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নারায়ণগঞ্জে মুক্তিপণ না দেওয়ায় শিশু জুঁইকে হত্যা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০১৮, ০৩:১১ PM
আপডেট: ১৯ অক্টোবর ২০১৮, ০৩:১১ PM

bdmorning Image Preview


নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুক্তিপণের ৫ লাখ টাকা না পেয়ে জুঁই আক্তার নামে শিশুকে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বাড়ির পাশ থেকে আজ শুক্রবার সকাল ৭টার দিকে অপহৃত শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। জুঁই আক্তার উপজেলার ভুলতা ইউনিয়নের টেকপাড়া গ্রামের ব্যবসায়ী আনোয়ার হোসেনের মেয়ে।

জুঁইয়ের মা শারমিন আক্তার জানান, বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সকাল ৯টায় নিজ বাড়ির পাশে খেলতে গেলে একটি চক্র জুঁই আক্তারকে অপহরণ করে নিয়ে যায়। পরে আশপাশের সব স্থানেই খোঁজাখুঁজি করেও জুঁইয়ের সন্ধান পাননি। দুপুর ২টার দিকে অপহরণকারীরা জুঁইয়ের মুক্তিপণের জন্য ৫ লাখ টাকা দাবি করে। অন্যথায় জুঁইকে খুন করার হুমকি দেয়। এ ঘটনা পুলিশকে জানালে অপহরণকারীরা মোবাইল ট্র্যাকিংয়ের সংবাদ পেয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। পরে জুঁইকে হত্যার পর রাতের কোনো এক সময় আনোয়ার হোসেনের বাড়ির পাশেই বস্তাবন্দি করে ফেলে রাখে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এদিকে জুঁইয়ের পরিবার ও আশপাশের লোকজনের কান্নায় বাতাস ভারী হয়ে ওঠে। পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। জুঁইয়ের বড় ভাই আকাশ (৭), ছোট ভাইয়ের নাম আপন (৫)। তিন ভাই বোনের মধ্যে জুঁই সবার ছোট।

রূপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান জানান, হত্যাকারীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

Bootstrap Image Preview