Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভোলায় হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০১৮, ০৭:৫৫ PM
আপডেট: ১৭ অক্টোবর ২০১৮, ০৭:৫৫ PM

bdmorning Image Preview


ভোলা প্রতিনিধি:

ভোলার চরফ্যাশন উপজেলার নৌকার জেলে ও নৌকার বাবুর্চি মোঃ আল আমিন হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

বুধবার (১৭ অক্টোবর) ভোরের দিকে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের কালাম লাঠিয়াল বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মো. জাকির ও মো. বেল্লাল হোসেন।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে ভোলা ডিবি পুলিশের পরিদর্শক মো. শহিদুল ইসলামের নেতৃত্বে এসআই শওকত, এসআই আবু জাফরসহ ডিবি পুলিশের একটি টিম ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে উপজেলার ধনিয়া ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করে।

এর আগে মঙ্গলবার বিকাল ৫টার দিকে চরফ্যাশন উপজেলার চরমাদ্রাজ ইউনিয়নের রঙ্গেরখাল গোড়ার হাজিরহাট বাজার এলাকায় নৌকার বাবুর্চি মো. আল আমিনকে নৌকার মাঝি কালাম চকিদার, তার ভাই দেলোয়ার ও নৌকার ভাগীদার জাকির তাকে কাঠের চলা দিয়ে এলোপাথাড়ি মারধর করে। তার চিৎকার শুনে বাবা বাদল সিকদার ছুটে এসে তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। পরে তাদের বিরুদ্ধে চরফ্যাশন থানায় একটি হত্যা মামলা করা হয়।

ভোলা ডিবি পুলিশের পরিদর্শক মো. শহিদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত জাকির ও বেল্লালকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, এ বারই প্রথম নয়, বর্তমান পুলিশ সুপার মোকতার হোসেন যোগদানের পর থেকেই ভোলায় কোন অপরাধীরাই ছাড় পায়নি। তার নির্দেশে ভোলার ডিবি ওসি শহিদুল ইসলামের নেতৃত্ব শহরের আলোচিত মুছা হত্যার আসামি, উত্তর দিঘলদীর দুই বোনকে এসিড নিক্ষেপকারীসহ সকল আসামিকেই আইনের আওতায় এনেছেন।

Bootstrap Image Preview