Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দুর্গাপূজা উপলক্ষে হিলি সীমান্তে বিজিবি বিএসফের শুভেচ্ছা বিনিময়

সোহেল রানা, হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৮, ০৫:৫৮ PM
আপডেট: ১৫ অক্টোবর ২০১৮, ০৫:৫৮ PM

bdmorning Image Preview


শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার বার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে শুভেচ্ছা জানানো হয়েছে। 

আজ সোমবার দুপুরে হিলি সীমান্তের চেকপোষ্ট গেটের শুন্য রেখায় বিজিবি ও বিএসএফের মাঝে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। শুভেচ্ছা বিনিময়ের সময় বিএসএফের পক্ষে ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার সাম্পান্না ও বিজিবির পক্ষে হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার এটিএম মোস্তফা উপস্থিত ছিলেন।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার এটিএম মোস্তফা জানান, আজ হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে বিজিবির পক্ষ থেকে ১০ প্যাকেট মিষ্টি উপহার দিয়ে বিএসএফকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানানো হয়েছে। পাশাপাশি বিএসএফ বিজিবিকে মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানিয়েছে।

 

Bootstrap Image Preview