Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ফেঞ্চুগঞ্জে ইউনিয়নের ভবন নির্মাণ নিয়ে স্মারকলিপি প্রদান

আব্দুল্লাহ আল নোমান, ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৮, ০৪:২৭ PM
আপডেট: ১৫ অক্টোবর ২০১৮, ০৪:২৭ PM

bdmorning Image Preview


সিলেটের ফেঞ্চুগঞ্জে নবগঠিত ৫ নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের কার্যালয় মধ্যবর্তী স্থানে স্থাপনের দাবিতে ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন ইউনিয়নের একাংশ বাসিন্দা। 

সোমবার (১৫  অক্টোবর) সকালে ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নিকট এ স্মারকলিপি প্রদান করা হয়। 

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, ইউনিয়নের সদস্য ও প্যানেল চেয়ারম্যান (০১) আব্দুল কালাম, সদস্য শামসুল শামায়েল, সদস্য মোঃ ইসন মিয়া, সদস্য সুবল দাস, সংরক্ষিত মহীলা সদস্য বাহারুন নেছাসহ উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের ৫ গ্রামের বাসিন্দা।  

জানা যায়, নবগঠিত ৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের ৫ জন মেম্বার অভিযোগ তুলেন নব নির্বাচিত চেয়ারম্যান এমরান উদ্দিন এলাকাবাসীর মতামত না নিয়েই ও ইউনিয়নের ভৌগোলিক অবস্থা বিবেচনা না করে উনার বাড়ির পাশেই অস্থায়ী ইউনিয়ন কার্যালয় স্থাপন করেন। 

এতে ইউনিয়নের পশ্চিমাংশের জনগণের যাতায়াত যোগাযোগ কঠিন হয়ে পড়ে। তাই ইউনিয়নের মধ্যবর্তী স্থানে স্থায়ী ইউনিয়ন পরিষদ কার্যালয় স্থাপনের দাবি জানানো হয়।
 

Bootstrap Image Preview