Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

খাগড়াছড়িতে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, মৃত্যুদণ্ড স্বামীর

নারী ডেস্ক
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৮, ০৪:১১ PM
আপডেট: ১৫ অক্টোবর ২০১৮, ০৪:১১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


খাগড়াছড়িতে স্ত্রীকে যৌতুকের জন্য পেট্রল দিয়ে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী মো. মিজানুর রহমানকে (২২) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সাথে তাকে ৫০ হাজার টাকার অর্থদন্ডে দন্ডিত করা হয়।

সোমবার (১৫ অক্টোবর) খাগড়াছড়ির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ ইসমাইলের আদালত এই রায় দেন। মামলার অপর ৪ জন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেয়া হয়। এসময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

২০১৪ সালের ২৭ ডিসেম্বর খাগড়াছড়ির গুইমারা উপজেলার সিন্দুকছড়ি এলাকায় যৌতুকের দাবিতে মো. মিজানুর রহমান তার স্ত্রী মোসা. সালমা আক্তারকে(২০) ঘরের সামনে পেট্র্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ঘটনার প্রায় ৫ মাস পর চিকিৎসাধীন অবস্থায় সালমার মৃত্যু হয়।

এই ঘটনায় নিহত সালমার বড় ভাই মো. নুরুজ্জামান বাদী হয়ে গুইমারা থানায় মামলা করেন। পরে ১ জুলাই পুলিশ সালমার স্বামী, শ্বশুর-শাশুরি, দেবরসহ ৫ জনকে আসামি করে চার্জশীট দাখিল করেন। মামলা চলাকালীন রাষ্ট্রপক্ষ ৬ জনের স্বাক্ষ্য শেষে প্রায় ৪ বছরের মাথায় আদালত এই রায় ঘোষণা করেন।
এদিকে রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন নিহত সালমার ভাই নুরুজ্জামান।

Bootstrap Image Preview