Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

চৌহালীতে ৮৯হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে ৪৪ জেলের কারাদণ্ড

ইদ্রিস আলী, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৮, ০২:২০ PM
আপডেট: ১৫ অক্টোবর ২০১৮, ০২:২০ PM

bdmorning Image Preview


সিরাজগঞ্জের চৌহালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অভিযোগে গত ৮ দিনে যমুনা নদীতে অভিযান চালিয়ে ৪৪ জেলেকে আটক করে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত ৷ এসময় ৮৯ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস করা হয় ৷ 

আটককৃতরা হলো- চৌহালী ঘোরজান ইউনিয়নের আবু হানিফ (২৮), চান মিয়া (৩৩), খাষপুখুরিয়া ইউনিয়নের গোলাম মোস্তফা (২৯), শামছুল ইসলাম(২৫), স্থল ইউনিয়নের সোহেল রানা (২১), রতন মিয়া (১৭), মালেক জিন্নাহ (২৬), সাইফুল ইসলাম (২৪), এরশাদ আলী (২৮), জহুরুল ইসলাম (২৫), আলমগীর হোসেন (২৪), ওয়াজেদ আলী (২৮), জহির উদ্দিন (২৫), উমারপুর ইউনিয়নের ইমদাদুল হক (৩০), নুর জামাল (২৭), শামীম হোসেন (১৯), আমির হামজা (২৩), মোতালেব হোসেন (২৯), ইব্রাহীম হোসেন (১৫), আঃ মান্নান (৫০), আমিনুল ইসলাম (৩০), আঃ কাদের (২০), জাহাঙ্গীর আলম (৩৫), মোকছেদ আলী (৩০), আলম মোল্লা (৩৬), মোহাম্মদ আলী (২৪), শাহজাদপুর উপজেলার আবু হানিফ (২৪), সোহেল রানা (২০), এনায়েতপুরের বুদ্দু মিয়া (১৯), রুহুল আমিন (২০), শাহজালাল (২৫), শাহ আলম (৩৫), বেলকুচি চরের আমান উল্লাহ (৪০), নিয়ামত হোসেন (২০), শামীম আহমেদ (৩৮), শরিফুল ইসলাম (২২), দৌলতপুর চরকাটারী গ্রামের নজরুল ইসলাম (১৮), লিটন হোসেন (২৬), সবুজ হোসেন (২৬), মানিক মিয়া (১৯), রবিউল ইসলাম (২৮), পাবনা বেড়ার রহম আলী (৫২), খাষকাউলিয়া গ্রামের আঃ রউফ দুলাল (২৮), মিরাজুল ইসলাম (৩০)৷

সোমবার (১৫ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করে উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম জানান, অভিযানের সময় প্রায় ৮ লক্ষ ২৪ হাজার টাকা মূল্যের ৮৯ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয় ৷ এছাড়া প্রত্যেক জেলেকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন, ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আনিসুর রহমান ৷

এসময় চৌহালী থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম, ওসি তদন্ত হাসিবুল্লাহ হাসিব, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাসুম বিল্লাহ, এস আই মোক্তার হোসেন, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম শফি উপস্থিত ছিলেন ৷

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ভারঃ) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আনিসুর রহমান জানান, মা ইলিশ রক্ষায় চৌহালী যমুনা নদীতে স্পিডবোর্ডসহ দ্রুতগতির নৌকাযোগে টহল বৃদ্ধি করা হয়েছে এবং টাক্সফোর্সের অভিযান চলমান রয়েছে ৷

এদিকে থানা অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম বলেন , নিষিদ্ধ সময়ে মা ইলিশ আহরণ, বিপণন ও পরিবহনের বিষয়টি মাথায় রেখে চৌহালী থানার প্রতিটি হাটবাজার, সড়ক ও নৌপথে বিশেষ পুলিশি অভিযান পরিচালনা করা হচ্ছে ৷

Bootstrap Image Preview