Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ত্রিশালে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত 

নাজমুস সাকিব, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৮, ০১:৫১ PM
আপডেট: ১৫ অক্টোবর ২০১৮, ০১:৫১ PM

bdmorning Image Preview


'টেকসই উন্নয়ন স্বাস্থ্যসম্মত স্যানিটেশন,হাত ধোব নিয়মিত থাকবো সবাই স্বাস্থ্যসম্মত' এ শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০১৮ পালিত হয়েছে। 

সোমবার (১৫ অক্টোবর) সকালে এটি পালিত হয়।

উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের আয়োজনে ব্র্যাকের সহযোগীতায় দিবসটি উপলক্ষে দুইশতাধিক শিক্ষার্থীদের নিয়ে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এরশাদ উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের উপ সহকারী প্রকৌশলী রহিদুজ্জামান রনি, ব্র্যাকের ত্রিশাল ব্রাঞ্জ ম্যানেজার মোঃ মাসুদ রানা, প্রোগ্রাম অর্গানাইজার শরিফুল ইসলাম (ব্র্যাক ওয়াশ) প্রমুখ।

এসময় উপজেলা প্রশাসন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও ব্র্যাকের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।

র‌্যালি শেষে হাত ধোয়া প্রদর্শনীতে অতিথিবৃন্দ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। 



 

Bootstrap Image Preview