Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হাতিয়ায় শত রোগীর জীবন বাঁচানো ডাক্তার ইকবাল আনছারী আর নেই

তাজুল ইসলাম তছলিম, হাতিয়া প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৮, ১২:৪৭ PM
আপডেট: ১৫ অক্টোবর ২০১৮, ১২:৪৭ PM

bdmorning Image Preview


নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার জনপ্রিয় ও গরীববান্ধব ডাক্তার ইকবাল আনছারী আর আমাদের মাঝে বেঁচে নেই।

তিনি রবিবার (১৪ অক্টোবর) বিকাল ৪টায় হৃদরোগে আক্রান্ত হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে বিকাল সাড়ে ৫টায় নলচিরা স্টিমার ঘাটে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নি লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স ছিল ৫১ বছর। তিনি স্ত্রী, ২ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে সমগ্র হাতিয়ায় শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ জামে মসজিদ মাঠে তার প্রথম জানাজা ও বিকাল ৩টায় তমরুদ্দি নিজ বাড়ির সামনে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

বিচ্ছিন্ন দ্বীপ উপজেলায় ৫০ শয্যা বিশিষ্ট হাতিয়া হাসপাতালে প্রতিনিয়ত চিকিৎসক সংকট লেগেই থাকে । এখানে চিকিৎসকরা পদায়ন পেয়ে কর্মস্থলে না থাকা যেন চিরাচরিত নিয়ম। আজকেও ৭ জন চিকিৎসকের মধ্যে মাত্র ১জন নারী ডাক্তার কর্মস্থলে উপস্থিত ছিলেন। চিকিৎসকবিহীন এ হাসপাতালে শত শত রোগীর একমাত্র ভরসা ডাক্তার ইকবাল আনছারী।

তিনি ছিলেন, এ হাসপাতালের উপ সহকারী মেডিকেল অফিসার। উপ সহকারী মেডিকেল অফিসার হলেও তার অভিজ্ঞতা, দক্ষতা ও হাতের যশ একজন এমবিবিএস ডাক্তারের চেয়েও কম ছিল না। তাই দ্বীপের ৬ লক্ষ জনগণের একমাত্র আশা, ভরসা ও আস্থা ছিল ইকবাল আনছারীর উপর। তিনি রোগীর জরুরী মুহূর্তে সিজার অপারেশন করে অসংখ্য মা ও শিশুর জীবন রক্ষা করেছেন। রোগীর প্রয়োজনে রোগীর বাড়ি গিয়ে চিকিৎসা দিয়ে আসতেন। এমনকি মুমূর্ষূ রোগীকে ঢাকা, বরিশাল ও নোয়াখালী নেওয়ার পথে তিনি জরুরী চিকিৎসা সামগ্রী নিয়ে রোগীর সঙ্গী হতেন।  

তিনি ছিলেন গরীববান্ধব। নামে মাত্র ফি নিয়ে রোগী দেখতেন। বড় নামিদামী চিকিৎসকের কাছে ব্যর্থ হওয়া অনেক জটিল রোগী তার চিকিৎসা নিয়ে আরোগ্য লাভ করেছেন। মানুষের জীবনমৃত্যুর সন্ধিক্ষণে যখন কারও কিছু করার সামর্থ্য থাকে না, ঠিক সেই সময়টায় ডা. ইকবাল আগ বাড়িয়ে ব্যবস্থাপত্র দিয়ে অনেক রোগীকে সুস্থ করে তুলেছেন। মহান আল্লাহ তাঁর বান্দাদের সেবা করার যে দারুণ সুযোগ দিয়েছেন ডা. ইকবাল সেই সুযোগ কাজে লাগিয়ে দ্বীপবাসীর কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছিলেন। শত শত রোগীর জীবন বাঁচানো সেই ডাক্তার ইকবাল আনছারী আজ নিজেই মৃত্যুর কাছে হেরে গেলেন। তার এ আকস্মিক মৃত্যুতে দ্বীপবাসী চরম শোকাহত।

মরহুমের স্বজনরা জানায়, রবিবার হাসাপাতালে কোন চিকিৎসক ছিল না, এমনকি অক্সিজেন জারও ছিল না। অন্য সময় হৃদরোগীদের অক্সিজেন সংযোগ দিয়ে ডা. ইকবাল নিজেই রোগীর সঙ্গী হয়ে ঢাকা বা নোয়াখালীতে পোঁছে দিয়ে আসতেন। অথচ আজ তিনি নিজেই অক্সিজেনের অভাবে পথিমধ্যে প্রাণ হারালেন।

Bootstrap Image Preview