Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামে আওয়ামী লীগ-ছাত্রলীগ সংঘর্ষ, নিহত ১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৮, ১২:৪৬ PM
আপডেট: ১৫ অক্টোবর ২০১৮, ১২:৪৬ PM

bdmorning Image Preview


চট্টগ্রামের ফটিকছড়িতে ছাত্রলীগ ও আওয়ামী লীগেরে মধ্যে সংঘর্ষে এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন। নিহত ছত্রলীগ কর্মীর নাম ফয়সাল তিতুমীর ওরফে আলী আকবর(২২)। এ সময় আহত হয়েছেন আরো ৪ জন।

রবিবার (১৪ অক্টোবর) রাত ৮টায় ফটিকছড়ির ২১ নম্বর খিরাম ইউনিয়নের ফুলতলী বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ফয়সাল ফটিকছড়ির খিরাম ইউনিয়নের হচ্ছারঘাট এলাকার আব্বাসের ছেলে।

স্থানীয় সূত্র থেকে জানা গেছে, রবিবার রাত ৮টায় ফটিকছড়ির ২১ নম্বর খিরাম ইউনিয়নের ফুলতলী বাজার এলাকায় স্থানীয় আওয়ামী লীগ কর্মী তাহের মিয়া ও মনা মিয়ার সঙ্গে ছাত্রলীগ কর্মী ফয়সাল ও আক্কাসের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে একজন নিহত ও বেশ কয়েক জন আহত হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলউদ্দিন বলেন, সংঘর্ষে ছুরিকাহত হয়ে গুরুতর আহত হন ছাত্রলীগ কর্মী ফয়সাল ও আক্কাস। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আকতার বলেন, পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে তদন্ত চলছে। ফয়সাল নিহতের ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে।

Bootstrap Image Preview