Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মাঠ কর্মকর্তাদের নিয়ে ইসির প্রথম নির্বাচনী বৈঠক আগামীকাল

বিডিমর্নিং ডেস্ক-
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৮, ১২:০৯ PM
আপডেট: ১৫ অক্টোবর ২০১৮, ১২:০৯ PM

bdmorning Image Preview


একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে মঙ্গলবার মাঠ কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসছে নির্বাচন কমিশন। ইসি সচিবের সভাপতিত্বে এ সভায় প্রধান নির্বাচন কমিশনার প্রধান অতিথি ও চার নির্বাচন কমিশনার বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।

ইসির নির্বাচন পরিচালনা শাখার যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান স্বাক্ষরিত সভার নোটিসে বলা হয়েছে, সভার আলোচ্য সূচিতে ভোটার তালিকার সিডি যাচাই ও মুদ্রণ; ভোটকেন্দ্র স্থাপনের জন্য প্রতিষ্ঠান নির্ধারণ ও ক্ষেত্রমত প্রতিষ্ঠানের বিশেষ সংস্কার; ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও প্রশিক্ষণের আয়োজন; নির্বাচনী সামগ্রী সংগ্রহ, বিতরণ ও বাজেট প্রণয়ন এবং অন্যান্য বিষয় রয়েছে।

এ ব্যাপারে মোখলেসুর রহমান গণমাধ্যমকে বলেন, “ভোটের জন্য মাঠ পর্যায়ের প্রয়োজনীয় প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে; কী কী করতে হবে। সার্বিক বিষয়ে মাঠ কর্মকর্তাদের কথা শুনব আমরা। দ্রুততম সময়ে পরবর্তী করণীয় ও কর্মপরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে নির্দেশনা দেওয়া হবে এ সভায়।”

আগামী ৩০ অক্টোবর থেকে একাদশ সংসদ নির্বাচনের ক্ষণ গণনা শুরু হচ্ছে। এরপর যে কোনো সময়ে নির্বাচনের তফসিল ঘোষণা করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Bootstrap Image Preview