Bootstrap Image Preview
ঢাকা, ১৭ বুধবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শাহজালালে ৭ কেজি স্বর্ণসহ বিদেশি নাগরিক আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৮, ১১:৪৫ AM
আপডেট: ১৫ অক্টোবর ২০১৮, ১১:৪৫ AM

bdmorning Image Preview


রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাত কেজি স্বর্ণসহ মালয়েশিয়ার এক নাগরিককে আটক। আটককৃত ব্যক্তির নাম চ্যান গি কিয়ং। জব্দ হওয়া স্বর্ণের আনুমানিক বাজার মূল্য সাড়ে তিন কোটি টাকা।

রবিবার (১৪ অক্টোবর) রাত ১০টার দিকে তাকে আটক করে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ টিমের সদস্যরা।

এ বিষয় নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমের সহকারী কমিশনার অথেলো চৌধুরী। বলেন, মালিন্দো এয়ারওয়েজের একটি বিমানে থেকে শাহজালালে বিমাবন্দরে নামেন চ্যান। এরপর বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় সন্দেহ হলে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে সাতটি স্বর্ণের বার পাওয়া যায়।

চ্যানের শার্টের নিচে থাকা স্যান্ডো গেঞ্জির ভেতরে ভিন্ন ধাচের একটি জ্যাকেট পাওয়া যায়। জ্যাকেটের ছোট ছোট পকেটের মধ্যে স্বর্ণের বারগুলো কার্বন পেপারে মোড়ানো হলুদ স্কচটেপে প্যাচানো ছিল। সেখান থেকে সেগুলো তিনি বের করে দেন। যার প্রতিটির ওজন এক কেজি করে বলে জানান এই কর্মকর্তা।

অথোলো চৌধুরী আরো বলেন, আটককৃত চ্যান গি কিয়ং বাড়ি মালয়েশিয়ার পুত্রজায়ার সেলানগরে। তিনি মালয়েশীয় হলেও চীনা বংশোদ্ভূত। তাকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Bootstrap Image Preview