Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

তিনদিনের সফরে আগামীকাল সৌদি যাচ্ছেন প্রধানমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৮, ১০:৩৬ AM
আপডেট: ১৫ অক্টোবর ২০১৮, ১০:৩৬ AM

bdmorning Image Preview


তিনদিনের সফরে আগামীকাল মঙ্গলবার সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৌদিতে তিনি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

রবিবার (১৪অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র থেকে এ তথ্য জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র থেকে আরো জানা যায়, প্রধানমন্ত্রী এ সফরে সৌদি ব্যবসায়ীর সঙ্গে সাক্ষাৎ করবেন। বিদ্যুৎ, জ্বালানি, পেপার মিলসহ অন্যান্য ক্ষেত্রে এসব ব্যবসায়ীর আগ্রহ আছে। তাছাড়া চট্টগ্রামে একটি অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য সৌদি বেসরকারি খাতের সঙ্গে আলোচনা চলছে। এ অর্থনৈতিক অঞ্চল শুধু সৌদি বিনিয়োগের জন্য উন্মুক্ত থাকবে।

এই সফরকালে দুই দেশের শীর্ষ নেতার আলোচনায় বাংলাদেশের কর্মী নিয়োগ ও তাদের সুরক্ষা, প্রতিরক্ষা ও নিরাপত্তা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে সহযোগিতার মতো বিষয়গুলো গুরুত্ব পাবে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

এছাড়া যেসব বাংলাদেশির ফিরে আসার ঝুঁকি তৈরি হয়েছে, তাদের সেখানে কাজের সুযোগ নিশ্চিত করার অনুরোধ জানানো হবে। পাশাপাশি রোহিঙ্গা সমস্যা সমাধানে সৌদির সমর্থন, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের কর্মকােন্ডারের মতো দ্বিপক্ষীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় আলোচনায় আসতে পারে।

এই সফরে শেখ হাসিনা সৌদির রিয়াদে বাংলাদেশ দূতাবাসের নতুন ভবন উদ্বোধন করবেন। একই দিনে তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করবেন। পরদিন পবিত্র ওমরাহ পালন করবেন প্রধানমন্ত্রী। শুক্রবার ঢাকায় ফেরার কথা তার।

উল্লেখ্য, ২০১৪ সালে ক্ষমতায় আসার পর এ নিয়ে চতুর্থবার সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সর্বশেষ এ বছরের এপ্রিলে সৌদি নেতৃত্বাধীন দেশগুলোর যৌথ সামরিক মহড়া ‘গাল্কম্ফ শিল্ড-১’-এর সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে সৌদি আরব যান তিনি।

Bootstrap Image Preview