Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিরোধীদের ঐক্যে আ.লীগের গভীর নজর

বিডিমর্নিং ডেস্ক-
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০১৮, ১২:১৮ PM
আপডেট: ১৪ অক্টোবর ২০১৮, ১২:১৮ PM

bdmorning Image Preview


বিরোধীদের ঐক্যকে জোড়াতালির ঐক্য বললেও ঐক্যের প্রতি খুব সতর্ক ও গভীর নজর রাখার পাশাপাশি নিজেদের নির্বাচনী প্রস্তুতিতে বেশি মনোযোগ থাকবে আওয়ামী লীগের। নির্বাচনী ইশতেহার তৈরি, নির্বাচনকালীন সরকার গঠন, নিজেদের উন্নয়নের প্রচার এবং বিরোধীদের জোর সমালোচনার নীতি নিয়ে এগিয়ে যাবে সরকারি দলটি।

২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন একটু আলাদা হবে বলে সবাই মনে করছেন। ড. কামাল হোসেন ও বিএনপির যৌথ নেতৃত্বাধীন জাতীয় ঐক্য প্রক্রিয়াকে মোকাবিলা করার মাথায় রেখে দলটি এমন মনে করছেন।

আওয়ামী লীগের নীতিনির্ধারণীরা মনে করছেন এই নির্বাচন হবে সংবিধান মেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে এবং একটি নির্বাচনকালীন সরকারের অধীনে। এর পরের অগ্রাধিকার হচ্ছে, যত বেশি সম্ভব দলের নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করা। তৃতীয় অগ্রাধিকার হচ্ছে নির্বাচনকে সংঘাতমুক্ত রাখা। এবারও আওয়ামী লীগ ও জোটের জয়ী হওয়ার ব্যাপারে কেউ বড় বাধা হয়ে দাঁড়াতে পারবে না।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক মনে করছেন, বিরোধীদের ঐক্য নিয়ে তাঁদের খুব মাথাব্যথা নেই। কারণ, এই ঐক্য এমন সময় হয়েছে, যখন জনগণের কাছে যাওয়ার সময়ই নেই। দাবি আদায় কিংবা ভোট নিজেদের পক্ষে আনা তো পরের কথা। আওয়ামী লীগ নির্বাচনের প্রস্তুতি অনেক আগেই শুরু করেছে। এখন চূড়ান্ত পরিণতি দেওয়ার কাজ চলছে।

নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে আওয়ামী লীগের সামনে এখন চারটি বিষয় বেশি গুরুত্ব পাচ্ছে বলে মনে করছেন দলীয় নেতারা। এগুলো হচ্ছে নির্বাচনকালীন সরকার গঠন, নির্বাচনী ইশতেহার তৈরি, দলীয় কোন্দল মোকাবিলা করে প্রার্থী ঠিক করা এবং বর্তমান জোট অক্ষুণ্ন রেখে প্রয়োজনে তা সম্প্রসারণ। তবে বিএনপিসহ বিরোধীরা নির্বাচন বর্জন করলে বেশিসংখ্যক দলের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়টিও আওয়ামী লীগের নির্বাচনী প্রস্তুতিতে রয়েছে। এ ব্যাপারে দলীয় নেতাদের পাশাপাশি সরকারের বিভিন্ন সংস্থাও তৎপর আছে।

নির্বাচনকালীন সরকার গঠনের সময় ও আকার কী হবে, সেটা প্রধানমন্ত্রীর ওপর নির্ভর করছে। যদিও দলীয় নেতাদের মধ্যে এ নিয়ে নানামুখী আলোচনা আছে। কেউ কেউ মনে করেন, নির্বাচনকালীন সরকারের আকার কত ছোট হবে, এটা নিয়ে নানা বিতর্ক আছে। কারও কারও মত, সরকারের সদস্যসংখ্যা ২৫–এর মধ্যে রাখা হতে পারে।

আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের একটি সূত্র জানায়, দলীয় মনোনয়ন নিশ্চিত করার ক্ষেত্রে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হচ্ছে। প্রথমত, বিএনপিসহ বিরোধীরা নির্বাচন বর্জন করছে কি না। নিজেদের জোট সম্প্রসারণ হচ্ছে কি না। আর আগে আগে মনোনয়ন দিয়ে দিলে দলের কোন্দল আরও বেড়ে যেতে পারে কি না। সব দিক বিবেচনা করে মনোনয়ন শেষ মুহূর্তে নিশ্চিত করা হবে।

Bootstrap Image Preview